আজকাল ওয়েবডেস্ক:‌ মেলবোর্ন টেস্টের আগে উইকেট নিয়ে বিতর্ক কম হয়নি। যেখানে অস্ট্রেলিয়াকে নতুন উইকেটে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছিল। সেখানে ভারতকে রবিবার দেওয়া হয় ব্যবহৃত উইকেটে অনুশীলনের সুযোগ। বিষয়টা ভালভাবে নেয়নি টিম ইন্ডিয়া। বক্সিং ডে টেস্টের এক দিন আগে সাংবাদিক সম্মেলনে এসে সেটাই জানালেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানান, মঙ্গলবার নতুন উইকেটে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছিল। তার আগে পুরনো উইকেটে অনুশীলন করতে হয়েছে।


সাংবাদিক সম্মেলনে রোহিত এও জানিয়েছেন, উইকেটের যা চরিত্র তাতে প্রথম একাদশে দুই স্পিনার খেলানো হতে পারে। 


এটা ঘটনা পুরনো উইকেটে বলে গতি ছিল না। নিচু হয়ে যাচ্ছিল। রবিবারের নেটে আকাশ দীপের সেরকমই একটা বলে চোট পান রোহিত। জানা গিয়েছিল, ভারতকে যে উইকেট দেওয়া হয়েছিল অনুশীলনের জন্য, সেখানে বিগ ব্যাশ লিগের খেলা হয়েছে। তবে সোমবার অস্ট্রেলিয়াকে নতুন উইকেট দেওয়া হয়। আর তা নিয়েই যাবতীয় সমস্যার সূত্রপাত। মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট পেগ জানিয়েছিলেন, নতুন উইকেট খেলার তিন দিন আগে দেওয়া হয় অনুশীলনের জন্য। কিন্তু ভারতীয় দলের বক্তব্য ছিল, অন্তত এক দিন আগে তো দেওয়াই যেত।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রোহিতও বলেছেন, ‘‌কয়েকটা দিন এখানে যে উইকেটে অনুশীলন করেছি সেগুলো পুরনো উইকেট ছিল। সম্ভবত বিগ ব্যাশের খেলা হয়েছে ওই উইকেটে। মঙ্গলবারই আমরা নতুন উইকেটে অনুশীলনের সুযোগ পাই।’‌ উইকেটের চরিত্র নিয়ে রোহিত বলেছেন, ‘‌আবহাওয়ার উপর অনেকটা নির্ভর করছে। বুধবার উইকেট দেখিনি। তবে চরিত্র বুঝে সেরা এগারোই খেলানো হবে। হয়ত এক জন অতিরিক্ত স্পিনারও খেলাতে পারি।’‌