আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র দু'দিন বাকি। তারপরই অ্যাডিলেডে শুরু গোলাপী বলের টেস্ট। তার আগে জোরকদমে প্রস্তুতি চলছে ভারতীয় দলের। চার বছর আগের পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। মঙ্গলবার নেটে চার ঘণ্টা কাটালেন রোহিত শর্মা। দুই দফায় প্র্যাকটিস করলেন। এদিন যথেষ্ট প্রত্যয়ের সঙ্গে অ্যাডিলেড ওভালে গোলাপী কুকাবুরা বলের সামনা করেন ভারত অধিনায়ক। পারথে ওপেনিংয়ে সফল হয়েছে যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল জুটি। তাই ওপেনিং কম্বিনেশন নাও ভাঙা হতে পারে। মিডল অর্ডারে নামতে পারেন রোহিত। প্র্যাকটিসে তেমনই ইঙ্গিত মেলে। 

মঙ্গলবার ভারতীয় দলের অনুশীলন দেখতে ছিল সমর্থকদের ভিড়। মাঠে চারটে নেট ছিল ভারতীয় দলের। তারমধ্যে একটি নেটে যশস্বী এবং রাহুল ব্যাট করে। দ্বিতীয় নেটে ছিলেন বিরাট কোহলি এবং শুভমন গিল। তৃতীয় নেটে রোহিত এবং ঋষভ ব্যাট করে। চতুর্থ নেটে দেখা যায় নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরকে। এর থেকেই বোঝা যাচ্ছে পাঁচ নম্বরের নামতে পারেন রোহিত। দেখে মনে হচ্ছে এটাই ভারতের এক থেকে আট নম্বরের ব্যাটিং লাইন আপ। তবে প্র্যাকটিসের এক ঘণ্টা আগে পন্থ এবং বাকি সাপোর্ট স্টাফের সঙ্গে মাঠে আসেন রোহিত।

বেশ কিছুক্ষণ থ্রো ডাউন প্র্যাকটিস করেন ভারত অধিনায়ক। শর্ট বলে পুল করতে দেখা যায় তাঁকে। টিম ইন্ডিয়ার ওপেন প্র্যাকটিস সেশনে ভিড় জমায় অসংখ্য ক্রিকেট ভক্ত। নেটে নজর কাড়েন আকাশ দীপ এবং মুকেশ কুমার। বেশ কয়েকবার কোহলিকে চ্যালেঞ্জের মুখে ফেলেন ভারতের রিজার্ভ বোলার। গিলকে প্রশ্নের মুখে ফেলে দেন আকাশ। তবে যথেষ্ট স্বচ্ছন্দ দেখায় তরুণ তারকাকে। দ্বিতীয় টেস্টে খেলা প্রায় নিশ্চিত। নেটে বল করতে দেখা যায় হর্ষিত রানাকেও।