আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দল ঘোষণা করল আইসিসি। সেই দলে নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা। বরং অধিনায়ক ঘোষণা করা হয়েছে মিচেল স্যান্টনারকে। তবে ভারতের ছয় ক্রিকেটার জায়গা করে নিয়েছেন দলে।


১২ জনের দল বেছে নিয়েছে আইসিসি। কিন্তু সেই দলে নেই রোহিত। এমনকী হার্দিক পাণ্ডিয়াও জায়গা পাননি। টিম ইন্ডিয়া থেকে জায়গা পেয়েছেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি। আর দলের ১২ তম সদস্য অক্ষর প্যাটেল।


রানার্স নিউজিল্যান্ড দল থেকে আছেন চার জন। রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি। আর আফগানিস্তান দল থেকে জায়গা পেয়েছেন দু’‌জন। তারা হলেন ইব্রাহিম জাদরান ও আজমাতুল্লাহ ওমরজাই। 


এই দলে ওপেন করবেন রাচিন রবীন্দ্র ও ইব্রাহিম জাদরান। তিনে আসবেন বিরাট। চারে শ্রেয়স। পাঁচে রাহুল। ছয়ে গ্লেন ফিলিপস। সাতে আজমাতুল্লাহ ওমরজাই, আটে মিচেল স্যান্টনার। নয়ে সামি, দশে বরুণ আর ১১ নম্বরে হেনরি। দলের ১২ তম সদস্য অক্ষর। পাকিস্তানের কোনও ক্রিকেটার সুযোগ পাননি।


অর্থাৎ আইসিসি যে দল বেছে নিয়েছে তাতে পেসার সামি, হেনরি। আর স্পিনার আছেন চার জন। 


পুরো দলটা এরকম:‌ রাচিন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, গ্লেন ফিলিপস, আজমাতুল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার (‌অধিনায়ক)‌, মহম্মদ সামি, ম্যাট হেনরি, বরুণ চক্রবর্তী। 
১২ তম সদস্য:‌ অক্ষর প্যাটেল