আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু, পুনের পর মুম্বইয়েও ব্যাটিং ব্যর্থতা। নিউজিল্যান্ডকে ২৩৫ রানের মধ্যে অলআউট করে দেওয়ার পর ভারতের মিডল অর্ডারে ভরাডুবি। সেটা বিরাট কোহলির রানআউট হোক, বা সরফরাজ খানের ব্যাটিং অর্ডার। ভারতের প্রথম ইনিংসের ব্যাটিং নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। শুভমন গিল এবং ঋষভ পন্থের দুর্দান্ত পারফরম্যান্সের পর রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এদিন আট নম্বরে ব্যাট করতে নামেন সরফরাজ। তাতেই বিতর্কের ঝড় ওঠে। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দেন সঞ্জয় মঞ্জরেকর। সরফরাজকে ব্যাটিং অর্ডারে নামিয়ে দেওয়া নিয়ে ক্ষিপ্ত ভারতের প্রাক্তনী। সঞ্জয় মঞ্জরেকর বলেন, 'সরফরাজ ফর্মে আছে। নিজের প্রথম তিন টেস্টে তিনটে অর্ধশতরান করেছে। বেঙ্গালুরু টেস্টে ১৫০ রান করেছে। স্পিন ভাল খেলে। ওকে পিছিয়ে দেওয়া হল শুধুমাত্র ডানহাতি, বাঁ হাতি কম্বিনেশন বজায় রাখতে। এর কোনও মানে হয় না। সরফরাজকে আট নম্বরে নামানো যুক্তিহীন। খারাপ সিদ্ধান্ত।' নিজের এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। 

আট নম্বরে ব্যাট করতে নেমে বেশিক্ষণ ক্রিজে টেকেননি সরফরাজ। খাতা খুলতে পারেননি। ৪ বলে শূন্য রানে ফেরেন। ওয়াংখেড়েতে প্রথম শ্রেণীর ক্রিকেটে শেষ ছয় ইনিংসে ৬০১ রান করেন। গড় ১৫০.২৫। তারমধ্যে রয়েছে দুটো শতরান। সর্বোচ্চ ৩০১ রান। এই পারফরম্যান্স সত্ত্বেও কেন তাঁকে আট নম্বরে ঠেলে দেওয়া হল, সেটা বোধগম্য নয়। সরফরাজের পয়া মাঠে তাঁর আগে ব্যাট করেন মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা। যা দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের পাশাপাশি অবাক ফ্যানরাও।