আজকাল ওয়েবডেস্ক: ওডিআই ফরম্যাটে একটানা সবচেয়ে বেশি টস হারার রেকর্ডে কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ব্রায়ান লারাকে ছুঁলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রবিবার দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে পরপর ১২ ম্যাচে টস হারলেন তিনি। যা শুরু হয়েছিল ওডিআই বিশ্বকাপ ২০২৩ থেকে। পরিসংখ্যান বলছে, এর আগে, নেদারল্যান্ডসের প্রাক্তন অধিনায়ক পিটার বোরেন ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত টানা ১১টি টস হেরেছিলেন। লারা ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে পর্যন্ত ১২টি টস হেরেছিলেন। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরেছিলেন লারা।  সেই ম্যাচে হ্যান্সি ক্রোনিয়ের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার উইকেটে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। 

 

ওডিআইতে এটি টানা ১৫তম টস হার ভারতের। দক্ষিণ আফ্রিকা সফরে কেএল রাহুল অধিনায়ক থাকাকালীন তিনটি ম্যাচের টস হেরেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। টিম ইন্ডিয়া ফাইনালে অপরিবর্তিত দল নিয়েই খেলতে নেমেছে। টস নিয়ে রোহিত বলেন, ‘আমরা এখানে অনেকবার খেলেছি, প্রথমে ব্যাটিং এবং বোলিং দুটোই করেছি। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে আপত্তি নেই। এর আগেও আমরা রান তাড়া করে জিতেছি। ড্রেসিং রুমেও এটাই আলোচনা হয়েছে যে টস নিয়ে ভাবতে হবে না, শুধু ভাল খেলতে হবে। নিউজিল্যান্ড গত কয়েক বছরে আইসিসি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছে, তাই আমাদের কাছে চ্যালেঞ্জ তাদের বিরুদ্ধে ভাল খেলা’।