আজকাল ওয়েবডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার রেশ তখনও কাটেনি। নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত শর্মার অধিনায়কত্বে দ্বিতীয় খেতাব জেতে টিম ইন্ডিয়া। এর আগে ২০১৩ সালে এমএস ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ভারত জয় ছিনিয়ে নেওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম। শুক্রবার, দেশের স্বাধীনতা দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ঋষভ পন্থ। সেখানে সেলিব্রেট করতে দেখা যায় টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। ড্রেসিংরুমের ছবি থেকে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে হাসিঠাট্টা। যা বিশেষ করে ফ্যানদের নজর কেড়েছে। 

ক্লিপে সবার থেকে ভিডিও বার্তা নিতে দেখা যায় পন্থকে। তালিকায় ছিলেন রবীন্দ্র জাদেজা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অর্শদীপ সিং, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। শেষে রোহিতের কাছে পৌঁছন। প্রশ্ন করেন, 'এই স্ট্যাম্প নিয়ে কোথায় যাচ্ছ?' ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন হিটম্যান। পন্থের প্রশ্ন শুনে রোহিত পাল্টা প্রশ্ন করেন, 'কী? অবসর নিয়ে নেব? প্রত্যেকবার জিতলেই কি আমি অবসর নিতে থাকব নাকি?' তাঁর উত্তরে পন্থ বলেন, 'আমি চাই তুমি খেলো।' স্বাধীনতা দিবসের দিন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দু'জনের মধ্যে এই খুনসুটি দেখে মজা পাচ্ছে ফ্যানরা। চ্যাম্পিয়ন্স ট্রফি অধিনায়ক হিসেবে রোহিতের দ্বিতীয় আইসিসি ট্রফি। তার আগে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের পাশাপাশি লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় আপাতত বিশ্রামে রোহিত। অক্টোবরে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে একদিনের সিরিজে বিরাট, রোহিতকে দেখা যাবে। দু'জনেই একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। 

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় বিরাট এবং রোহিত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছাপ্রকাশ করে। কিন্তু সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। কারণ টিম ইন্ডিয়ার সূচিতে খুব বেশি একদিনের ম্যাচ নেই। এত অল্প সংখ্যক ম্যাচ খেলে নিজেদের ফিটনেস কীভাবে ধরে রাখবেন এবং নিজেদের মোটিভেট করবেন সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছেন দুই তারকা। তাঁর মতে, টেস্ট খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল তাঁদের। আকাশ চোপড়া বলেন, 'দু'জনেই ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছে। হঠাৎ করে টেস্টকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। ওরা শুধু একদিনের ক্রিকেট খেলবে বলে জানিয়েছে। এটাই সমস্যার। টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন। সাদা বলের ক্রিকেট গড়পড়তা। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আলাদা। টেস্ট যতটা কঠিন, ব্যাটারদের জন্য একদিনের ক্রিকেট ততটাই সহজ। সেইভাবে কোনও চাপ থাকে না।' ২০২৭ বিশ্বকাপে কি দেখা যাবে টিম ইন্ডিয়ার দুই মহাতারকাকে? বর্তমানে এর উত্তর নেই।