আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরমুশ হতে হয়েছে ভারতীয় দলকে। ১০ উইকেটে হারের পর ম্যাচের শেষেই অনুশীলন করতে নেমে পড়েছিলেন বিরাট কোহলি। অ্যাডিলেডে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন। সেই ভুল শুধরে নিতেই অনুশীলন করছিলেন। নেট সেশনে দেখা গিয়েছিল অধিনায়ক রোহিত শর্মাকেও। কিন্তু গাব্বায় তৃতীয় টেস্ট শুরুর আগের দিন অনুশীলনে দেখা গেল না দলের দুই তারকাকেই। এর ফলে কু-ডাকতে শুরু করেছে ভক্তদের মনে। সকলেরই একটাই প্রশ্ন তৃতীয় টেস্টে খেলবেন তো বিরাট-রোহিত। কেন তাঁরা অনুশীলন করলেন না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও।

শনিবার থেকে গাব্বায় শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে থাকতে হলে জিততেই হবে ভারতকে। এডিলেড টেস্টে অজি পেস ব্যাটারির সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে গোটা দলকে। পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার পর কোহলিকে নিয়ে অনেক আশা ছিল। অন্যদিকে, পিতৃত্বকালীন ছুটিতে থাকার কারণে দ্বিতীয় টেস্টে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত। দু'জনের কেউই ছাপ রাখতে পারেননি অস্ট্রেলিয়ার আক্রমণের সামনে।

এডিলেডের অনুশীলনে বিরাট কোহলি নিজের টেকনিকে ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করছিলেন। রোহিত প্রথমে স্পিনারদের খেলে নিয়ে, বাঁ হাতি বোলারদের অফস্টাম্পের বাইরের বল খেলার অনুশীলন করেছিলেন। এর আগে সেই ২০১৪ সালে গাব্বায় খেলেছিলেন বিরাট। প্রথম ইনিংসে ১৯ ও দ্বিতীয় ইনিংসে শূন্য করেছিলেন। তাই বিরাট এবার মরিয়া গাব্বায় ছন্দে ফিরতে। 

অনুমান করা হচ্ছে গাব্বার পিচে যথেষ্টা ঘাস থাকবে। সুবিধা হবে পেস বোলারদের। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে গাব্বায়।