আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন আগে অজিত আগরকর এক কথা বলেছিলেন। এবার ভারতীয় দলের নতুন ওয়ান ডে অধিনায়ক শুভমান গিল বললেন অন্য কথা। তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন যে রোহিত শর্মা ও বিরাট কোহলি এখনও ভারতের ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি দলের দুই সিনিয়র ক্রিকেটারকে ঘিরে জল্পনা-কল্পনার অবসান ঘটান।
একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম ঘোষণার পরই ভক্তদের মধ্যে তোলপাড় শুরু হয়। রোহিত শর্মার নেতৃত্বে টানা সাফল্যের পর, তাকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে শুভমানের নাম ঘোষণায় ক্রিকেট মহলে নানা আলোচনা শুরু হয়। বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর রোহিতের নেতৃত্বে ভারত স্থিতিশীলতা পেয়েছিল। এখন গৌতম গম্ভীরের কোচিংয়ে দলের নতুন নেতৃত্ব কাঠামো অনেকের মধ্যে প্রশ্ন তুলেছিল রোহিত ও বিরাট কি তবে সাদা বলের দলে আর থাকছেন না?
এই জল্পনা উড়িয়ে দিয়ে শুভমান বলেন, ‘রোহিত ভাই ও বিরাট ভাইয়ের যে অভিজ্ঞতা ও দক্ষতা তা খুব কম ক্রিকেটারের মধ্যেই দেখা যায়। ভারতকে জেতাতে যতবার তারা ভূমিকা রেখেছেন, তা বিরল। এই মানের খেলোয়াড় বিশ্বের হাতেগোনা কয়েকজনই আছেন।’ তিনি আরও যোগ করেন, ‘তারা দু’জনেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনার মধ্যে আছেন।’
শুভমান গিলের এই মন্তব্যে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে স্বস্তির হাওয়া দেখা গিয়েছে। চলতি বছর মার্চ মাসে রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। তাই ধরেই নেওয়া হয়েছিল, তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় অবাক বিশেষজ্ঞ থেকে ফ্যানরা। অধিনায়কত্ব খোয়ানোর পর ইতিমধ্যেই মুখ খুলেছেন রোহিত।
জানান, অস্ট্রেলিয়ায় খেলতে তিনি ভালবাসেন। তার অন্যতম কারণ, ক্রিকেট নিয়ে অস্ট্রেলিয়ানদের আগ্রহ এবং উন্মাদনা। মুম্বইয়ে সিয়েট ক্রিকেট রেটিং আওয়ার্ডসে রোহিত বলেন, ‘আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে ভালবাসি। ওখানে যেতে পছন্দ করি। অস্ট্রেলিয়ার লোকজন ক্রিকেট ভালবাসে।’ হিটম্যানের কথা থেকে বোঝা যায়, আবার বাইশ গজে ফেরার জন্য উদগ্রীব তিনি। আইপিএলের পর থেকে ক্রিকেটের সঙ্গে কোনও সম্পর্ক নেই রোহিতের।
মাঝের সময় ফিটনেসে নজর দেন। প্রায় দশ কেজি ওজন কমান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে নামার জন্য আর তর সইছে না তাঁর। অজিত আগরকর দাবি করেন, নেতৃত্ব বদলের কথা আগেই রোহিতকে জানানো হয়েছিল। তবে দুই মহাতারকা ২০২৭ বিশ্বকাপে খেলবে কিনা সেই নিয়ে কিছু খোলসা করেননি।
আগরকর বলেন, ‘এই মুহূর্তে ওরা এই ফরম্যাটে খেলছে। তাই ওদের দলে নেওয়া হয়েছে। আমার মনে হয় না ২০২৭ বিশ্বকাপ নিয়ে এখনই কথা বলা উচিত। রোহিতের সঙ্গে অধিনায়ক বদল নিয়ে আমাদের কথা হয়েছে। সেটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। তবে ওকে আগাম জানানো হয়েছে।’ বর্তমানে খুব কম একদিনের আন্তর্জাতিক খেলা হয়। এই অবস্থায় তিনজন অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী নয় তাঁরা। কারণ সেটা দলের মনোভাবে প্রভাব ফেলে। মূলত সেই কারণেই রোহিতকে সরিয়ে শুভমনকে অধিনায়ক করা হয়।
