আজকাল ওয়েবডেস্ক: ২২ বছরের উজ্জল কেরিয়ারের পর শনিবার আনুষ্ঠানিক ভাবে অবসর ঘোষণা করলেন ভারতীয় টেনিসের অন্যতম নক্ষত্র রোহন বোপান্না। দীর্ঘ দু’দশকের উজ্জ্বল কেরিয়ার শেষ হল তাঁর নিজের শর্তে।

বোপান্না ভারতের হয়ে দুটো গ্যান্ড স্ল্যাম জিতেছেন। ২০১৭ সালে গ্যাব্রিয়েলা দাব্রোস্কির সঙ্গে জুটি বেঁধে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন মিক্সড ডাবলস শিরোপা।

আর ২০২৪ সালে ম্যাথিউ এবডেনের সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নতুন ইতিহাস গড়েন তিনি। ৪৩ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ী সবচেয়ে প্রবীণ পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন বোপান্না।

তবে প্রফেশন হিসেবে খেলা ছাড়লে টেনিসের সঙ্গেই থেকে যাচ্ছেন বোপান্না। তিনি এবার তরুণ খেলোয়াড়দের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন।

শনিবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে বোপান্না লিখেছেন, ‘আমি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেও, টেনিসের সঙ্গে আমার গল্প এখানেই শেষ নয়। এই খেলা আমাকে সব কিছু দিয়েছে। এখন আমি চাই, সেই ভালোবাসা ফিরিয়ে দিতে। যেন ছোট শহরের তরুণ স্বপ্নবাজরা বুঝতে পারে, তাদের শুরুটা নয়, তাদের বিশ্বাসই নির্ধারণ করবে কত দূর যেতে পারবে তারা। বিশ্বাস, কঠোর পরিশ্রম আর ভালোবাসা এই তিনেই সব সম্ভব।’

">

তিনি আরও লেখেন, ‘আমার কৃতজ্ঞতার শেষ নেই। টেনিসের প্রতি আমার ভালোবাসা কখনও ম্লান হবে না। এটা বিদায় নয়... এটা ধন্যবাদ — সেই সকল মানুষকে, যারা আমাকে গড়েছেন, পথ দেখিয়েছেন, সমর্থন করেছেন এবং ভালোবেসেছেন। তোমরাই আমার গল্পের অংশ, আমার জীবনের অংশ।’ রোহন বোপান্নার এই সিদ্ধান্তে টেনিস দুনিয়া জুড়ে নেমে এসেছে আবেগের ঢেউ। ভারত তথা বিশ্বের ক্রীড়াজগৎ তাঁর অবদান ও অনুপ্রেরণাকে শ্রদ্ধা জানিয়েছে এদিন। বোপান্না শুধুমাত্র এক জন খেলোয়াড় নন, তিনি এক প্রজন্মের প্রেরণা।

 

বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।