আজকাল ওয়েবডেস্ক: রবিবার থেকে মুক্ত বিহঙ্গ ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আজ শনিবারই শেষ হচ্ছে। রবিবার থেকে বসুন্ধরাকে সাফল্য এনে দেওয়া তারকা ফুটবলার ফ্রি প্লেয়ার। এর পর কি রবসনের ঠিকানা ইস্টবেঙ্গল?
ব্রাজিলীয় ফুটবলারকে নিয়ে জল্পনা বাড়ছে। এর মধ্যেই রবসনের সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। বসুন্ধরার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা রবসন লিখেছেন তাঁর পোস্টে। তারকা ফুটবলার বসুন্ধরা ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষোদগার করেছেন সেই পোস্টে। রবসন লিখেছেন, ''বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি। সমর্থক, কোচিং স্টাফ, প্লেয়ার--যাঁদের সঙ্গে আমি কাজ করেছি, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই মিলে ইতিহাস তৈরি করেছিলাম। একাধিক ট্রফি জিতেছি একসঙ্গে। দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। ১০ নম্বর জার্সি পেয়েছি। এএফসি কাপ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে বাংলাদেশের নাম পৌঁছে দিতে পেরেছি। বাংলাদেশের ক্লাব ফুটবলে আমার সময় শেষের ঘোষণা করলাম এবার। তবে যারা ক্লাবের জন্য নিজেদের নিয়োজিত করল, তাঁদের প্রতি ক্লাব ম্যানেজমেন্টের অশ্রদ্ধা প্রদর্শনের কোনও মানেই খুঁজে পাচ্ছি না। ম্যানেজমেন্টের ভিতরে এমন কয়েকজন রয়েছেন, যাঁরা ব্যক্তিগত উচ্চাকাঙ্খা চরিতার্থ করতে চান। এর ফলে শুধু প্লেয়ারদেরই যে ক্ষতি হচ্ছে তা নয়, ক্লাবেরও ক্ষতি হচ্ছে। সমর্থকদের কাছে পরিষ্কার ভাবে বলতে চাই, দু' পক্ষের মধ্যে একটা সমঝোতার চেষ্টা করা হয়েছিল কিন্তু বসুন্ধরা কিংস তার দেওয়া একটি প্রতিশ্রুতিও রক্ষা করেনি। ফলত, আট মাসের বেতন না পেয়ে আমি এই সম্পর্ক ছিন্ন করছি। জীবন জীবনেরই মতো এগিয়ে চলে। আশা রাখব, অদূর ভবিষ্যতে হিরো, আইডলদের স্বীকৃতি দিতে শিখবে ক্লাব। বসুন্ধরা কিংসকে আমি ধন্যবাদ জানাই।অবিস্মরণীয় কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকেও আমার ধন্যবাদ জানাই। দ্রুত দেখা হবে। শুভেচ্ছা রইল।''
এদিকে তারকা ফুটবলারের এহেন সোশ্যাল মিডিয়া পোস্টের পরে বাংলাদেশি মিডিয়ার খবচ অনুযায়ী, বসুন্ধরা কিংস ব্যবস্থা নিতে পারে রবসনের বিরুদ্ধে। বসুন্ধরায় দিন শেষ রবসনের। পরের অধ্যায় কোথায়, সেদিকেই তাকিয়ে দুই বাংলার ফুটবলপাগলরা।
