আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) জমা না দেওয়ার অভিযোগে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। বেঙ্গালুরুর আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার এবং রিকভারি অফিসার শাদাক্ষরা গোপাল রেড্ডি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিএসকে তারকার বিরদ্ধে। এক প্রতিবেদনে জানা গিয়েছে, রবিন উথাপ্পা সেন্টরাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হিসেবে ২৩.৩৬ লক্ষ টাকা বকেয়া এখনও দেননি।

 

 

কমিশনারের দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বকেয়া না মেটানোর কারণে সংস্থার অন্যান্য কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সেটলমেন্ট করা যাচ্ছে না। এরপরই পুলকেশীনগর থানার স্টেশন হাউস অফিসারকে রবিন উথাপ্পার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত জানানো হবে। স্থানীয় থানার এসএইচওকে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানায় জানানো হয়েছে, ‘বকেয়া জমা না দেওয়ার কারণে সংস্থার অন্যান্য কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট সেটল করা যাচ্ছে না।

 

 

গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন’। তবে আরও জানানো হয়েছে, যদি রবিন উথাপ্পা সমস্ত বকেয়া অর্থ পরিশোধ করেন, তবে এই পরোয়ানা বাতিল করা হবে। ক্রিকেট থেকে অবসর নিলেও রবিন উথাপ্পা বর্তমানে লেজেন্ডস লিগ ক্রিকেট খেলেন। তাছাড়া, ক্রিকেট বিশেষজ্ঞ এবং কমেন্টেটর রূপেও দেখা যায় তাঁকে। প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় আলোড়ন সৃষ্টি হয়েছে দেশজুড়ে।