আজকাল ওয়েবডেস্ক: স্থিতিশীল রবার্তো কার্লোস। নিজেই এই খবর জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
ফ্রিকিক মাস্টার ছিলেন তিনি। ফ্রান্সের বিরুদ্ধে সেই গোল এখনও ভোলেননি ফুটবলপ্রেমীরা।
সেই রবার্তো কার্লোসের হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। জানা গিয়েছে, পায়ে সমস্যাজনিত কারণে হাসপাতালে গিয়েছিলেন পরীক্ষা করাতে। পরীক্ষার পর জানা যায় তাঁর পায়ে রক্ত জমাট বেঁধেছে। আরও কিছু পরীক্ষানিরীক্ষা করা হয়। সারা শরীরের এমআরআই করানো হয়। সেখানেই জানা যায় রবার্তো কার্লোসের হৃদযন্ত্র স্বাভাবিকের মতো আচরণ করছে না। সঙ্গে সঙ্গেই তাঁক হাসপাতালে ভর্তি করা হয়।
ক্যাথিটার বসানো হয় প্রায় তিন ঘণ্টা ধরে। রবার্তো কার্লোস এখন বিপন্মুক্ত। স্থিতিশীল অবস্থা তাঁর। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। অতিরিক্ত ৪৮ ঘণ্টা তাঁকে হাসপাতালে থাকতে হবে। চিকিৎসকরা কড়া নজরে রেখেছেন তাঁকে। তাঁর শরীর–স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা হয়েছে।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কার্লোস। সেখানে হাসপাতালের শয্যায় তিনি। হাসিমুখেই দেখা যাচ্ছে কার্লোসকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্রুত সুস্থ হচ্ছি।’ তাঁর কথায়, ‘হার্ট অ্যাটাক হয়নি আমার। দ্রুত সুস্থ হচ্ছি। আশা করছি দ্রুত ফিটনেসের শীর্ষে পৌঁছে যাব। তারপরই ফের পেশাদার ও ব্যক্তিগত কাজগুলি সারতে পারব।’
৫২ বছরের এই প্রাক্তন ব্রাজিল ডিফেন্ডার সাও পাওলোর এক হাসপাতালে ভর্তি রয়েছেন। কার্লোস বর্তমানে রিয়াল মাদ্রিদের অ্যাম্বাসাডর। হাসপাতাল সূত্রেও জানানো হয়েছে, ‘রবার্তো কার্লোস এখন স্থিতিশীল আছেন। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিক্যাল টিম তাঁর শরীরের দিকে নজর রাখছে।
প্রসঙ্গত, দেশের হয়ে ১২৫ ম্যাচ খেলেছেন কার্লোস। ১১ বছর খেলেছেন রিয়াল মাদ্রিদে। ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন কার্লোস। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালেও ব্রাজিলের হয়ে খেলেছিলেন। কিন্তু সেবার ফাইনালে ব্রাজিল হেরে যায় ফ্রান্সের কাছে। ১৯৯৭ ও ১৯৯৯ সালে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকাও জিতেছেন কার্লোস।
এটা ঘটনা, ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত রিয়েল মাদ্রিদের জার্সিতে খেলেন রবার্তো কার্লোস। রিয়ালের হয়ে ৫২৭টি ম্যাচ খেলেছিলেন রবার্তো কার্লোস। জিতেছেন চারটি লা লিগা খেতাব এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ। ২০১২ সালে অবসর নেন রবার্তো কার্লোস। অবসর নেওয়ার পরে আইএসএলে দিল্লি ডায়নামোজের হয়ে খেলেছেন।
সেই কার্লোসই এবার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। তবে বৃহস্পতিবার জানা গেল, আপাতত স্থিতিশীল আছেন তিনি।
