আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থ মাঠে না থেকেও থাকবেন ওভালে। তাঁর ব্যাটিং গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। পায়ের পাতায় চিড় ধরা এক ব্যাটসম্যান খোঁড়াতে খোঁড়াতে নেমে পড়লেন মাঠে। 

এই দৃশ্য চমকে দেওয়ার মতো। এই দৃশ্য সাজঘরকে উত্তেজিত করার মতো। ক্রিস ওকসের ডেলিভারিটা আছড়ে পড়ে পন্থের বুটে। যন্ত্রণাকাতর পন্থকে দেখা যায় মাটিতে শুয়ে রয়েছেন। তাঁর প্রাথমিক চিকিৎসার জন্য মাঠে ঢুকে পড়েন ফিজিও। শেষমেশ অ্যাম্বুল্যান্স করে পন্থকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে।
পরের দিন দল যখন বিপন্ন, পন্থ হৃদয়ের ডাকে সাড়া দিয়ে ভাঙা পায়ে নেমে পড়েন ব্যাট করতে। 

আরও পড়ুন: এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা কি উচিত ভারতের? মুখ খুললেন সৌরভ ...

 ভারতের রান তখন ৬ উইকেটে ৩১৪। এই পরিস্থিতিতে ব্যাট করতে নামেন পন্থ। অন্য কেউ হলে এমন পরিস্থিতিতে নামার সাহসই হয়তো দেখাতেন না। কিন্তু তিনি তো ঋষভ পন্থ। মৃত্যুমুখ থেকে ফিরে আসা এক যোদ্ধা তিনি। অকুতোভয় তিনি। হেরে যাওয়ার ভয় তাঁর নেই।

ড্রেসিং রুম থেকে সিঁড়ি বেয়ে নেমে আনলেন ঋযভ পন্থ। দেখেই বোঝা যাচ্ছে তিনি ভাল করে হাঁটতে পারছেন না। খোঁড়াচ্ছেন। প্যাভিলিয়ন থেকে নেমে ক্রিজ পর্যন্ত পৌঁছতেই লেগে গেল অনেকটা সময়। তখনও তিনি জানেন না, সামনের পায়ে ডিফেন্স করতে পারবেন কিনা। তিনি জানেন না দ্রুত সিঙ্গলস নিতে পারবেন কিনা। তিনি জানেন না সহজাত আক্রমণাত্মক শট খেলতে পারবেন কিনা। ঋষভ পন্থ অভাবনীয় সব কাজ করেন। 

?ref_src=twsrc%5Etfw">July 28, 2025

 

তাঁর সাহস দেখে অবাক হয়ে ক্রিকেটবিশ্ব। পন্থ ছিটকে গিয়েছেন পরের টেস্টে। কিন্তু তাঁর বার্তা উদ্দীপ্ত করছে ভারতের সাজঘরকে। তাঁর পেপ টক রক্তের গতি বাড়িয়ে দিচ্ছে শুভমান গিলদের। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে পন্থ বলছেন, ''আমার তরফ থেকে ছোট্ট বার্তা। ব্যক্তিগত লক্ষ্য নিয়ে চিন্তা না করে আমাদের দলকে জেতাতে বা দলকে এগিয়ে নিয়ে যেতে যা করার দরকার, তাই করো।'' 

ওভালে পঞ্চম টেস্টের বল গড়াবে। সেই টেস্টে থাকবেন না পন্থ। কিন্তু তাঁর কথা স্মরণ করবেন গিলের ছেলেরা। পন্থ শুধু নিজের ব্যাটিং দিয়ে নয়, তাঁর বার্তা দিয়েও উজ্জীবিত করে গেলেন দলকে। 

ভারতের থ্রি মাস্কেটিয়ার্স সেঞ্চুরি করেছেন দ্বিতীয় ইনিংসে। শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরি করে ম্যাচ বাঁচান। ম্যাচ ড্র হওয়ার পরে দেখা যায় পন্থ তাঁর গ্লাভস জোড়া ছুড়ে দেন গ্যালারিতে। শুভমান গিলকে জড়িয়ে ধরেন। 

পন্থের সাহস ও দায়বদ্ধতা প্রশংসিত হয় ভারতের সাজঘরে। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর সচরাচর কোনও একজন ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেন না। তিনি পর্যন্ত পন্থে মুগ্ধ। সেই ভিডিওয় গম্ভীরকে বলতে শোনা গিয়েছে, ''তুমি কেবল ড্রেসিং রুমকেই অনুপ্রাণিত করোনি, পরের প্রজন্মকেও অনুপ্রাণিত করেছো। দেশ তোমার জন্য গর্বিত হবে।'' 

আরও পড়ুন: 'তোমার হতাশা, আমাদের সমস্যা নয়', জাদেজা-সুন্দরের পাশে দাঁড়িয়ে স্টোকসকে ধুয়ে দিলেন অশ্বিন