আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি ভারত-পাক। তা নিয়ে চলছে তীব্র আলোচনা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেনি ভারত। তাহলে এশিয়া কাপে খেলবে কেন? ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বোর্ডের দুই রকমের নীতির সমালোচনা করেছেন। বলেছেন, ''আমার মতে যদি খেলা না হয়, তাহলে কোথাও খেলা উচিত নয়''

এশিয়া কাপের ভারত-পাক ম্যাচের ক্রীড়াসূচি ঘোষিত হওয়ার পর থেকেই গোটা দেশ জুড়ে তীব্র আলোড়ন। উঠে আসছে পহেলগাঁওয়ের সন্ত্রাস হামলার প্রসঙ্গ।এই আবহে ভারতের আরেক প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, ''ভারত-পাক খেলা হচ্ছে সেটা ঠিক আছে। পহেলগাঁওয়ের মতো ঘটনা হওয়া কখনওই উচিত নয়। সেই সঙ্গে বলতে পারি খেলা বন্ধ হওয়াও ঠিক নয়। আমার মতে স্পোর্টস মাস্ট গো অন। সন্ত্রাসবাদ বন্ধ হওয়া দরকার। সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য ভারত কঠিন পদক্ষেপ করেছে''

আরও পড়ুন: ‘শতরান করতে দেব না’, স্টোকসের আচরণে ম্যাঞ্চেস্টারে শেষ মুহূর্তে নাটকীয়তা, সুন্দর-জাদেজার লড়াইয়ে সিরিজ বাঁচিয়ে রাখল ভারত

?ref_src=twsrc%5Etfw">July 27, 2025

এশিয়া কাপের বল গড়াচ্ছেসেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর ফাইনালগ্রুপ এ-তে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিওমান। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া। ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামবে ভারত

 

এবার শুধু একবার নয়, তিন-তিনবার ভারত-পাক ম্যাচ হতে পারে। ক্রিকেট মাঠে দুই দেশের যা ঐতিহ্য এবং যা শক্তি, তার নিরিখে বিচার করলে ভারত ও পাকিস্তানের সুপার ফোরে না যাওয়াটাই আশ্চর্যের। ফলে সুপার ফোরে এই দুই দেশ ফের মুখোমুখি হবে এশিয়া কাপে। আর সব ঠিকঠাক এগোলে ফাইনালেও পৌঁছতে পারে ভারত ও পাকিস্তান। সেক্ষেত্রে ফাইনালে দেখা হবে দুই দেশের।

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান

গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং

পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি

গ্রুপ পর্ব

৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং

১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং

১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান

১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং

১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান

১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি

১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান

১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান

সুপার ৪

২০ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার

২১ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার

২৩ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার

২৪ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার

২৫ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার

২৬ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার

ফাইনাল

২৮ সেপ্টেম্বর 

আরও পড়ুন: রেকর্ড শতরান করেও নিজের ভুলে ফাঁসলেন গিল, ম্যাঞ্চেস্টারে প্রথম সেশনে সেট ব্যাটারদের হারিয়ে চাপে ভারত