আজকাল ওয়েবডেস্ক: সোমবার বিশাখাপত্তনমে আইপিএলের রোমাঞ্চকর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এক উইকেট বাকি থাকতে নাটকীয় জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লি একসময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। কিন্তু চমকপ্রদ ইনিংস খেলে আশুতোষ শর্মা দলকে অবিশ্বাস্য জয় এনে দেন। ৩১ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে শেষ ওভারে ছক্কা মেরে ম্যাচ জেতান তিনি।

 

তবে ম্যাচের পর এলএসজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে কথা বলতে দেখা যায় লখনউ অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারও। সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি। অনেকেই এটি নিয়ে মজার মিম শেয়ার করেছেন। কেউ কেউ ২০২৪ আইপিএলে কেএল রাহুল ও গোয়েঙ্কার বিতর্কিত কথোপকথনের প্রসঙ্গও টেনে আনেন। দিল্লির হয়ে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে অভিষেক করা আশুতোষ ৬৫-৫ থেকে দলকে জয়ের পথে নিয়ে যান। তিন বল বাকি থাকতেই ছয় মেরে জয় নিশ্চিত করেন তিনি।

 

শেষ দু’ওভারে ২২ রান দরকার থাকলেও মোহিত শর্মাকে নিয়ে ম্যাচ বের করেন আশুতোষ। ম্যাচ শেষে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচের’ পুরস্কার জিতে আশুতোষ সেটি উৎসর্গ করেন প্রাক্তন পাঞ্জাব কিংস অধিনায়ক এবং তাঁর মেন্টর শিখর ধাওয়ানকে। দিল্লি ক্যাপিটালসের ড্রেসিং রুম থেকেই ধাওয়ানের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আশুতোষ জানান, গত মরশুমে শেষ মুহূর্তে ম্যাচ শেষ করতে না পারার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার তিনি আরও ফিনিশিংয়ে মনোযোগ দিয়েছেন।