আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে প্রথমদিন রেকর্ড অঙ্কে বিক্রি হন ঋষভ পন্থ। যা প্রত্যাশিত ছিল। কোটিপতি লিগের ইতিহাসে সবাইকে ছাপিয়ে ২৭ কোটিতে ভারতীয় তারকাকে কেনে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু যা অবাক করেছে, ঋষভ পন্থের বদলে শ্রেয়স আইয়ারের পেছনে টাকা ঢালে পাঞ্জাব। নিলামের আগে ভাবা হয়েছিল পন্থকে টার্গেট করবে পঞ্জাব। বিশেষ করে রিকি পন্থিং দলের কোচ হওয়ায়। দিল্লি ক্যাপিটলসে ভারতীয় উইকেটকিপার ব্যাটারের সঙ্গে কাজ করেছেন অস্ট্রেলিয়ান গ্রেট। দু'জনের রসায়ন ভাল। কিন্তু নিলামে মিলল চমক। শ্রেয়সের জন্য ২৬.৭৫ কোটি খরচ করে পাঞ্জাব। সবচেয়ে অবাক করার বিষয় হল, পন্থের জন্য বিডই করেনি তাঁরা। কেকেআরের প্রাক্তন অধিনায়কের জন্য যেভাবে ঝাঁপায় পাঞ্জাব, বোঝাই গিয়েছিল ঋষভ তাঁদের ভাবনায় নেই। পার্সে ১১০.৫ কোটি নিয়ে নিলামে নামে পাঞ্জাব। তাই মার্কি প্লেয়ার তুলে নিতে কোনও কার্পণ্য করেনি। দিল্লির সঙ্গে লড়াইয়ে শেষমেষ শ্রেয়সকে নিতে সক্ষম হয় পাঞ্জাব। 

নিলামে পন্থের নাম ওঠার সময় কোনও হেলদোল করেনি পাঞ্জাব শিবির। বিড চলাকালীন একবারও প্যাডল ছোঁয়নি পন্টিংরা। কিন্তু কেন তারকা উইকেটকিপারের জন্য ঝাঁপায়নি তাঁরা? অজি তারকা জানান, শ্রেয়সকে সই করানোর পর আর পন্থ নিয়ে তাঁরা আগ্রহী ছিল না। পন্টিং বলেন, 'আমরা একজনকে পাইনি, অন্য একজনকে পেয়েছি। সবাই জানে ঋষভ কি করতে পারে। টি-২০ ক্রিকেটে এবং দলে ওর অবদান অপরিসীম। ও অসাধারণ প্লেয়ার। ও চ্যাম্পিয়ন প্লেয়ার।' ভারতীয় তারকার প্রশংসা করলেও, প্রাক্তন নাইট অধিনায়ককে নিয়েই সন্তুষ্ট পাঞ্জাব। ধরেই নেওয়া হচ্ছে, পাঞ্জাবের অধিনায়ক হবেন শ্রেয়স। কিন্তু পন্টিং জানান, তাঁর সঙ্গে এখনও কথা হয়নি কেকেআরের প্রাক্তন অধিনায়কের।