আজকাল ওয়েবডেস্ক: নৈহাটিতে যুব ডার্বি ড্র। বুধবার ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। দীর্ঘদিন পর জুনিয়রদের ডার্বি ড্র হল। সম্প্রতি সব বড় ম্যাচের রং ছিল সবুজ মেরুন। সেটা বড়দের হোক বা ছোটদের। এদিন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বিতে কোনও ফয়সালা হল না। কোনও দলই গোল করতে পারেনি। তবে ড্র হলেও পূর্বাঞ্চল থেকে পরের রাউন্ডে চলে গেল মোহনবাগান। এদিন ম্যাচের স্কোরলাইন দেখে খেলার গতি প্রকৃতি বোঝা যাবে না। গোলের বেশ কিছু সুযোগ পায় দু'দলই। তারমধ্যে এগিয়ে ছিল সবুজ মেরুন। কিন্তু অসংখ্য সুযোগ তৈরি হওয়া সত্ত্বেও বল তেকাঠিতে রাখতে পারেনি মোহনবাগানের অ্যাটাকিং ফোর্স। গোল করতে ব্যর্থ সুহেলরা। কলকাতা লিগে খেলা বেশ কয়েকজন ফুটবলার দুই দলে ছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়েও কোনও দলই গোলমুখ খুলতে পারেনি।
নতুন বছরে ইতিমধ্যেই চারটে ডার্বি জিতে নিয়েছে মোহনবাগান। তাও মাত্র ১০ দিনের ব্যবধানে। গত সপ্তাহে দুটো ছোটদের ডার্বির মধ্যে একটা ড্র হয়, একটা জেতে সবুজ মেরুন। ফেডারেশনের অনূর্ধ্ব-১৭ ইউথ লিগের ডার্বি গোলশূন্য ড্র হয়। অন্যদিকে অনূর্ধ্ব-১৫ রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারায় মোহনবাগান। এর আগে ৭২ ঘণ্টার মধ্যে জোড়া ডার্বি জিতেছিল সবুজ মেরুন। শেষ আট ডার্বির মধ্যে ছ'টিতে জয়। আইএসএলের পর ৪৮ ঘণ্টার মধ্যে ছোটদের বড় ম্যাচেও জেতে মোহনবাগান। নিজেদের মাঠে রিলায়েন্স ফাউন্ডেশনের অনূর্ধ্ব-১৭ ইউথ লিগে ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারায়।
