আজকাল ওয়েবডেস্ক:‌ লোকেশ রাহুলকে কোনও অবস্থাতেই আর রাখতে রাজি নয় লখনউ। সূত্রের খবর, এই ভারতীয় ব্যাটারকে রিটেন করছে না লখনউ ফ্রাঞ্চাইজি। ২০২২ সাল থেকে তিনি লখনউয়ের অধিনায়ক ছিলেন। টানা তিন বছর পর ফ্রাঞ্চাইজির মোহভঙ্গ হয়েছে। কিন্তু কারণ?‌ যা সামনে আসছে তা হল, রাহুলের স্ট্রাইক রেট কমে যাওয়া। দল চিন্তাভাবনা করে দেখেছে, যে ম্যাচগুলিতে গত তিন বছরে লখনউ হেরেছে, সেই ম্যাচগুলিতেই রাহুল দীর্ঘক্ষণ ব্যাটিং করেছিলেন। অর্থাৎ ২০ ওভারের ক্রিকেটে তাঁর ধীর গতির ব্যাটিংয়ের জন্যই লখনউ আর রাখছে না রাহুলকে।


প্রসঙ্গত, ২০২২ সালে লখনউতে যোগ দিয়েছিলেন রাহুল। সে বছর তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩৫.‌৩৮। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় ১১৩.‌২২। আর ২০২৪ সালে তা অবশ্য বেড়ে হয়েছিল ১৩৬.‌১৩। কিন্তু ফ্রাঞ্চাইজির মনে হয়েছে, রাহুলকে আর নয়। সূত্রের খবর, ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজি নাকি ঠিক করে ফেলেছে, নিকোলাস পুরানকে আগামী মরসুমে অধিনায়ক করা হবে।
দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার ও মেন্টর জাহির খানই আর দলে চাইছেন না রাহুলকে। গত তিন মরসুমে লখনউয়ে রাহুল রান করেছিলেন ৬১৬, ২৭৪ ও ৫২০। সবচেয়ে খারাপ অবস্থা ছিল ২০২৩ সালে। ২০২৪ সালে উন্নতি করলেও স্ট্রাইক রেট কম হওয়ার জন্যই রাহুলকে ছেঁটে ফেলছে লখনউ ফ্রাঞ্চাইজি।