আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ডার–গাভাসকার ট্রফি অ্যাসিড টেস্ট হতে চলেছে হেড কোচ গৌতম গম্ভীরের জন্য। টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই হেড কোচের পদ থেকে সরে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। বোর্ড নিযুক্ত করেছিল গৌতম গম্ভীরকে। তাঁর কোচিংয়ে ২০২৪ সালে আইপিএল জিতেছিল কেকেআর। তারপর থেকেই বোর্ড গম্ভীরকেই চাইছিল। আর তা হয়েওছে। গম্ভীরের প্রায় সব দাবি মেনে নিয়ে তাঁকে কোচ করা হয়েছে।


কিন্তু তারপর?‌ শ্রীলঙ্কায় গিয়ে ভারতকে একদিনের সিরিজ হারতে হয়েছে। ঘরের মাঠে টেস্টে বাংলাদেশকে ২–০ হারালেও, নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে।


ইতিমধ্যেই রোহিত ও গম্ভীরের সঙ্গে বৈঠক সেরেছেন বোর্ড কর্তারা। তারপরই শোনা যাচ্ছে, বর্ডার–গাভাসকার ট্রফি গম্ভীরের কাছে সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। এই সিরিজে খারাপ ফল হলে গম্ভীরকে টেস্ট দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। আরও দাবি করা হয়েছে, গম্ভীরকে সরিয়ে দায়িত্ব দেওয়া হতে পারে ভিভিএস লক্ষ্মণকে। আর গম্ভীরকে রাখা হবে শুধু সাদা বলের ক্রিকেটের কোচ হিসেবে।


তবে খারাপ ফল হলেও গম্ভীর এই বদল মেনে নেবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে ওই প্রতিবেদনের রিপোর্টে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে হয়ত কোচের পদ থেকে সরে যেতে পারেন গম্ভীর। 


সবটাই এখনও আলোচনার স্তরে। তবে এটা ঘটনা, বোর্ডের মোহভঙ্গ হতে শুরু করেছে গম্ভীরের উপর থেকে। তাই বর্ডার–গাভাসকার ট্রফি ভাল ফল না হলে চাপে পড়বেন গম্ভীর।