আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ সুতোর ওপর ঝুলছে। সিডনি টেস্ট থেকে বাদ পড়ার পর ক্রিকেট মহলে এটাই সবচেয়ে চর্চার বিষয়। রিপোর্টে দাবি করা হয়, রোহিতকে বাদ দেওয়া হয়েছে। জানানো হয়, নির্বাচকদের ভাবনায় আর নেই ভারত অধিনায়ক। সিডনি টেস্টের দ্বিতীয় দিন যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটান খোদ রোহিত। জানিয়ে দেন, তিনি এখনই অবসর নিচ্ছেন না। খারাপ ব্যাটিং ফর্মের জন্য সিডনি টেস্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজের। সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, ইচ্ছে করেই সম্প্রচারকারী চ্যানেলকে এমন ইন্টারভিউ দেন রোহিত। কারণ সিডনি টেস্টে তাঁকে বাদ দেওয়ার সম্পূর্ণ কৃতিত্ব যাচ্ছিল গৌতম গম্ভীরের ওপর।
সঞ্জয় মঞ্জরেকর বলেন, 'ওর ইন্টারভিউ দেওয়ার আরেকটা কারণ আছে। জল্পনার অবসান ঘটাতে চেয়েছিল। আমার মনে হয়, রোহিতকে বাদ দেওয়ার সাহসী সিদ্ধান্তের জন্য গম্ভীর যাবতীয় কৃতিত্ব পাচ্ছিল। তাই ও বিষয়টা পরিষ্কার করতে চেয়েছিল। সত্যি বলতে, ওর ইন্টারভিউটা আমার খুব ভাল লেগেছে। যখন ও বলে, আরও একজন আউট অফ ফর্ম ব্যাটারকে দলের বাইরে রাখা যেত না। সেই কারণেই ও না খেলার সিদ্ধান্ত নিয়েছে।' তবে পাশাপাশি ভারতের প্রাক্তন তারকা জানিয়ে রাখলেন, নির্বাচকরা সিদ্ধান্ত নিয়ে ফেললে, লাল বলের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ আর রোহিতের নিজের হাতে থাকবে না। মঞ্জরেকর বলেন, 'অনেক ক্রিকেটারই বলে, আমি নিজের ভবিষ্যৎ ঠিক করব। আমার মনে হয়, অবসর নিয়ে সিদ্ধান্ত ক্রিকেটারদের হাতেই থাকে। কিন্তু অধিনায়ক এবং একজন প্লেয়ারের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকরা সিদ্ধান্ত নেয়। সেটার সম্মান জানাতে হয় ক্রিকেটারদের। তুমি যতই তারকা হও না কেন, ভারতীর ক্রিকেটের স্বার্থে, নির্বাচকদের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত থাকে। অবসর একজন ক্রিকেটারের হাতে থাকে, কিন্তু ভারতের হয়ে খেলা নয়।' আর কি লাল বলের ক্রিকেটে দেখা যাবে রোহিতকে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন।
