আজকাল ওয়েবডেস্ক: কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারাল সেল্টা ভিগোকে। 

লা লিগায় এগিয়ে আসছে এল ক্লাসিকো। শনিবার রাতে মুখোমুখি রিয়াল ও বার্সা। তার আগে এই জয় স্বস্তি এনে দিয়েছে রিয়ালকে। 
রিয়ালকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সেল্টা ভিগো। গোলের সুযোগ হাতছাড়া না করলে শুরুতে এগিয়েও যেতে পারত সেল্টা। রিয়াল এগিয়ে যায় ২০ মিনিটে। গোলটি করেন এমবাপে। 

কামাভিঙ্গার কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে সেল্টার জাল কাঁপান এমবাপে। গোল হজম করলেও হাল ছাড়েনি সেল্টা। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় তারা। ৫১ মিনিটে উইলিয়ট সুইডবার্গ গোলটি করেন।

৬৬ মিনিটে ভিনিসিয়াসের গোলে ফের এগিয়ে যায় রিয়াল। লুকা মডরিচের ডিফেন্সচেরা পাস থেকে ভিনিসিয়াস ২-১ করেন। এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ফলে এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদ নিজেদের শক্তি যাচাই করে নিল। 

সেল্টার বিরুদ্ধে জিতে বার্সাকে ছুঁয়ে ফেলল রিয়াল। দুই দলের পয়েন্ট এখন সমান। বার্সার ২৪, রিয়ালেরও ২৪। রিয়াল অবশ্য  এক ম্যাচ বেশি খেলেছে বার্সার থেকে।