আজকাল ওয়েবডেস্ক: রিয়াল মাদ্রিদে অভিষেক মরশুমেই রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপে। অথচ এই এমবাপে সম্পর্কেই মরশুমের শুরুতে বলা হচ্ছিল তিনি মানিয়ে নিতে পারছেন না রিয়ালে। কিন্তু মরশুম যত গড়াল, এমবাপে ফিরলেন নিজের মেজাজেই। 

বার্সেলোনার বিরুদ্ধে আগের ম্যাচে রেকর্ড গড়েছিলেন ফরাসি তারকা। এবার মায়োরকার বিরুদ্ধে তিনি অনন্য এক কীর্তি গড়ে ফেললেন।  

তিনি  ছাপিয়ে গেলেন রিয়ালের  কিংবদন্তি আলফ্রেদো ডি স্টেফানোকে। লা লিগায় মায়োরকার বিরুদ্ধে খেলার ৬৮ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান এমবাপে। ম্যাচের একেবারে শেষ লগ্নে হাকোবো রামনের গোলে ম্যাচ জেতে রিয়াল। 

এই গোলের ফলে সব প্রতিযোগিতা মিলে এমবাপের গোলসংখ্যা হল ৪০টি। রিয়ালে অভিষেক মরশুমে   সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছিলেন বার্সেলোনার বিরুদ্ধেই। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেদিনই ছাপিয়ে গিয়েছিলেন  ইবার সামোরানের ৩৭ গোলের রেকর্ড।

এবার রিয়ালের ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে প্রথম মরশুমে ৪০ গোল ছুঁলেন ফরাসি তারকা। মায়োরকার বিরুদ্ধে গোলের ফলে লা লিগায় এমবাপের গোল হল ২৮টি। অভিষেক মরশুমে লা লিগায় এটিই সর্বোচ্চ গোলের রেকর্ড। 

এতদিন এই রেকর্ডটি ছিল দি স্টেফানোর। তিনি ২৭টি গোল করেছিলেন। এমবাপে আরও ম্যাচ পাচ্ছেন লা লিগায়। ফলে গোলসংখ্যা আরও বাড়তেই পারে।