আজকাল ওয়েবডেস্ক: রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তিকে নিয়ে জোর জল্পনা চলছে। রিয়াল মাদ্রিদের দায়িত্ব দ্রুতই ছাড়ছেন বলে শোনা যাচ্ছে। আবার ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও তাঁর বাড়ছে। যদিও দিনকয়েক আগে স্প্যানিশ সংবাদ মাধ্যমে খবর হয়েছিল, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব তিনি গ্রহণ করবেন না। তবে কার্লো অ্যানচেলোত্তি নিজের ভবিষ্যৎ নিয়ে একনই মন্তব্য করতে চান না। লা লিগা শেষের আগে অন্য বিষয় নিয়ে অ্যানচেলোত্তি কথাই বলতে চান না।
চলতি মরশুমে একটি খেতাবও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। সব কিছু থেকে ছিটকে গেলেও লা লিগা ঘরে তোলার সুযোগ একটা রয়েছে রিয়ালের। শোনা যাচ্ছে লা লিগা শেষ হলেই সরিয়ে দেওয়া হবে ইতালীয় কোচকে।
পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে রিয়ালের জন্য। এই পরিস্থিতিতে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব তিনি গ্রহণ করবেন কিনা, তা চলে গিয়েছে ব্যাকসিটে। অ্যানচেলোত্তিকে বলতে শোনা গিয়েছে, ''আমি এই ক্লাব, ক্লাবের খেলোয়াড়, সমর্থকদের ভালবাসি। আমার ভবিষ্যৎ নিয়ে ২৫ তারিখের পর কথা বলব।''
এদিকে জুন-জুলাইয়ে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগেই কি ইতালীয় কোচকে সরিয়ে দেবে রিয়াল? অ্যানচেলোত্তিকে নিয়ে প্রশ্ন অনেক। উত্তর দেবেন তিনিই। ২৫ তারিখের পর।
