আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলে কোন দলের জার্সিতে দেখা যাবে ঋষভ পন্থকে? কয়েকদিন আগে পর্যন্তও দিল্লি ক্যাপিটলসের তাঁকে রিটেন করা নিশ্চিত ছিল। কিন্তু হঠাতই পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের তাঁদের রিটেনশন তালিকা জমা দেওয়ার সময় চলে এসেছে। এক সপ্তাহের মধ্যে তালিকা জমা দিতে হবে। অনেক ফ্রাঞ্চাইজি নজর রাখছে দিল্লি ক্যাপিটলসের দিকে। বিশেষ করে যারা অধিনায়কের খোঁজে আছে। জানা গিয়েছে, দিল্লির অধিনায়ক হিসেবে আর দেখা যাবে না ঋষভ পন্থকে। তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। যার ফলে মেগা নিলামে অংশ নিতে পারেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার। ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে পন্থের।‌ দিল্লিকে নেতৃত্ব দিতে চান তিনি। কিন্তু তাতে খুব একটা সায় নেই কর্তাদের। 

২০১৬ থেকে দিল্লিতে রয়েছেন ২৭ বছরের ক্রিকেটার। তবে পরের আইপিএলে তাঁকে নতুন দলের জার্সিতে দেখার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। শেষ মিনিটে কোন‌ও পরিবর্তন না হলে, আসন্ন নিলামে নাম লেখাবেন পন্থ। সেটা হলে তাঁকে নিতে ঝাঁপাবে একাধিক ফ্রাঞ্চাইজি। কারণ অনেক দলই অধিনায়কের খোঁজে আছে। পরিস্থিতির দিকে নজর রাখছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।‌ কোহলির দল পন্থের জন্য অলআউট ঝাঁপালে অবাক হওয়ার কিছু থাকবে না। কেএল রাহুলও নিলামে ওঠায়, আরসিবির জন্য বিকল্প বেড়ে যাবে। তবে তাঁদের প্রথম পছন্দ পন্থ। আইপিএল থেকে অবসর নিয়েছেন দীনেশ‌ কার্তিক। বেঙ্গালুরুর একজন উইকেটকিপার প্রয়োজন। সঙ্গে মিডল অর্ডার ব্যাটার। এর জন্য আদর্শ পন্থ। তাঁকে পেলে আরসিবির যাবতীয় সমস্যা মিটে যাবে। পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার বিকল্পও রয়েছে। শুধুমাত্র আরসিবি নয়, লখনউ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংসও দৌড়ে রয়েছে। এবছর পাঞ্জাবের দায়িত্বে রিকি পন্টিং। তাঁর সঙ্গে ভাল সম্পর্ক ঋষভের। দিল্লি ক্যাপিটলস থেকেই দু'জনের মধ্যে সুসম্পর্ক। তাই তাঁকে পেতে আসরে নামবে পাঞ্জাবও। অন্যদিকে শ্রেয়স‌ আইয়ারকেও ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। যার ফলে এবার একদিক ভারতীয় তারকাকে মেগা নিলামে দেখা যেতে পারে।