আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকাল থেকে আচমকা একটি খবর ভেসে ওঠে। শোনা যায়, বিক্রি হয়ে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন ইউনাইটেড স্পিরিটের শেয়ার দর ৩ শতাংশ বেড়ে যায়। পেরেন্ট কোম্পানি ডিয়াজিওর আরসিবির শেয়ার বাজারে ছাড়ার খবর ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করে, কোম্পানি আরসিবির জয়ের ফায়দা তুলতে চাইছে। কিন্তু গুজব বলে বিষয়টিকে উড়িয়ে দেয় ইউনাইটেড স্পিরিটস। একটি বিবৃতিতে তাঁরা জানায়, 'মিডিয়া রিপোর্টের ভিত্তিতে আপনারা কোম্পানির থেকে জানতে চেয়েছিলেন, আরসিবির শেয়ার বাজারে ছাড়া হচ্ছে কিনা। কোম্পানি জানাতে চায় যে, মিডিয়া রিপোর্ট ভিত্তিহীন। এরকম কোনও আলোচনা হয়নি।' বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং বিএসই নজরদারি বিভাগকে এমনই জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে।
এদিকে পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কর্ণাটক রাজ্য সরকারের সমালোচনা করেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি কর্তৃপক্ষের মিস ম্যানেজমেন্টের দিকে আঙুল তোলেন।ললিত মোদি লেখেন, 'প্রথমেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। এটা কখনই হওয়া উচিত ছিল না। পুরো ইভেন্ট সঠিকভাবে আয়োজন করা হয়নি। এখন দোষারোপের পালা চলছে। ঠিকঠাক ব্যবস্থা এবং পরিকল্পনা ছাড়া এইধরনের ইভেন্ট আয়োজন করা উচিত হয়নি।'
