আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের মন্ত্রী এবং ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজার সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
গুজরাটের দ্বারকায় এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি ভারতীয় ক্রিকেট দলের অন্যান্য খেলোয়াড়দের ‘অভ্যাস’ ও ‘দুর্নীতি’ নিয়ে মন্তব্য করে বসেন।
যে মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। নিজের স্বামীকে রবীন্দ্র জাদেজাকে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ হিসেবে উপস্থাপন করতে গিয়েই তিনি এই মন্তব্য করেন বলে মনে করছে ক্রিকেটমহলের একাংশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রিভাবা বলেন, ‘আমার স্বামী রবীন্দ্র জাডেজাকে লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়া সহ বহু দেশে ক্রিকেট খেলতে যেতে হয়। তা সত্ত্বেও এখনও পর্যন্ত তিনি কোনও প্রকার নেশা বা অসৎ আচরণে জড়াননি। কারণ তিনি নিজের দায়িত্বটা বোঝেন বা জানেন। কিন্তু দলের বাকিরা নানা ধরনের দোষে জড়ালেও তাদের ওপর কোনও বাধা নেই।’
তাঁর কথায়, আন্তর্জাতিক ক্রিকেটারের ব্যস্ত জীবন নানা প্রলোভনে ভরা হলেও রবীন্দ্র জাডেজা ১২ বছর ধরে বাড়ির বাইরে থেকেও নিজের নৈতিক দায়িত্ব ও শৃঙ্খলা বজায় রেখেছেন।
রিভাবার মন্তব্য, বিশেষ করে ‘দলের বাকিরা সবাই দোষে জড়ায়’ বলতে গিয়ে তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন তা বোঝা যাচ্ছে না।
তবে বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, জাদেজার স্ত্রীর এই মন্তব্য সঙ্ঘবদ্ধ ভাবে গোটা ভারতীয় দলের ইমেজকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
সমালোচকদের মতে, এতে জাডেজার সতীর্থদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, দেশে-বিদেশে ক্রিকেট মহলে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।
এদিকে, এই বিতর্ক এমন এক সময়ে সামনে এসেছে যখন রবীন্দ্র জাডেজার ক্রিকেট জীবনে বড়সড় পরিবর্তন ঘটছে।
টেস্ট এবং ওডিআই দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেও তিনি আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলে সক্রিয় নন। পাশাপাশি আইপিএলেও তাঁর নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
একটি বড় ট্রেডে তিনি ফিরে যাচ্ছেন সেই রাজস্থান রয়্যালসে, যেখানে থেকে তাঁর আইপিএল যাত্রা শুরু হয়েছিল। এর ফলে শেষ হয়েছে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে তাঁর দীর্ঘ ও সাফল্যমণ্ডিত অধ্যায়।
সিএসকের হয়ে বহু ম্যাচ জেতানো জাডেজার এই প্রত্যাবর্তন তাঁর কেরিয়ারে এক নতুন মোড়। নতুন দলে তিনি সম্ভবত সিনিয়র ক্রিকেটারের ভূমিকায় দেখা দেবেন।
এমন পরিস্থিতিতে স্ত্রী রিভাবার করা মন্তব্য তাঁর ব্যক্তিগত ভাবমূর্তিতে আরও এক নতুন আলো ফেলেছে। এখন দেখার বিষয় নতুন জার্সিতে তাঁর পারফরম্যান্স যেমন হয়, তেমনই ক্রিকেটমহলে তাঁর স্ত্রীকে ঘিরে ওঠা বিতর্কের প্রতিক্রিয়া কীভাবে প্রতিফলিত হয়।
