আজকাল ওয়েবডেস্ক: টানটান উত্তেজনার মধ্যে চলছে ওভাল টেস্ট। বেন ডাকেটের কাঁধে হাত রেখে বিতর্কে আকাশদীপ। বাইরে থেকে প্রাক্তনরা চোখা চোখা সব মন্তব্য করছেন। এর মধ্যেই রবীন্দ্র জাদেজা এক লঘু মুহূর্তের জন্ম দিলেন। তাঁর আবদারেই এক দর্শক শেষমেশ জামা বদলাতে বাধ্য হলেন।

তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাটিং করছিলেন স্যর জাদেজা। লাল জামা পরিহিত এক দর্শক বসে খেলা দেখছিলেন। কিন্তু তাঁর জামার উজ্জ্বল রং ভারতের অলরাউন্ডারের মনোযোগ নষ্ট করছিল। জাদেজা বাধ্য হয়ে অভিযোগ জানান আম্পায়ারদের কাছে।

মাঠের নিরাপত্তাকর্মীরা এরপরে সেই দর্শকের কাছে যান। তাঁকে ধূসর ংয়ের জামা পরতে দেন নিরাপত্তাকর্মীরা। হয়তো জাদেজার কথাতেই অন্য রংয়ের জামা পড়েন সেই দর্শক। সংশ্লিষ্ট দর্শক জামা বদলানোর পর জাদেজা তাঁর দিকে তাকিয়ে থাম্বস আপ দেখান। পরের বলটাই জাদেজা বাউন্ডারিতে পাঠান।

আরও পড়ুন: আগামী আইপিএলে চেন্নাইয়ের ক্যাপ্টেন নিশ্চিত করলেন ধোনি, কার হাতে উঠছে অধিনায়কের আর্মব্যান্ড? ...

ওভালে জাদেজা ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণের রেকর্ড ছাপিয়ে যান। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৪৭৪ রান করেছিলেন লক্ষ্মণ। জাদেজার রান এই সিরিজে ৫১৬।

ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯৬ রানে। ৩৭৪ রান করলে ওভালে শেষ হাসি তোলা থাকবে ইংল্যান্ডের জন্য। টেস্টের চতুর্থ ইনিংসে এত বেশি রান তাড়া করে জেতা সহজ ব্যাপার নয়। তার থেকে বড় বিষয় হল, ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়া করে জয়ের রেকর্ড হল ২৬৩। ইংল্যান্ড এই কীর্তি গড়েছিল ১২৩ বছর আগে। ১৯০২ সালের সেই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১ উইকেটে। ওভাল টেস্ট জিতে এই ২০২৫ সালে সিরিজ ৩-১ করতে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে।

ভারতীয় ব্যাটারদের গাণ্ডীব কথা বলল ওভালে। ইংল্যান্ডের মাটিতে যশস্বীর যশোলাভ হয়েই চলেছে। ১২৭ বলে একশো করেন তিনি। টেস্টে ষষ্ঠ শতরান। চলতি সিরিজে দ্বিতীয়। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ। লাঞ্চের পরপরই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। তাঁর ব্যাটে ভর করে ওভালে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল ভারত। যশস্বী খেললেন ১১৮ রানের ইনিংস। 

অন্যদিকে ব্যাট করতে নামার আগে থেকেই বিতর্কিত চরিত্র আকাশদীপ। ডাকেটকে আউট করে পিঠে হাত রেখেছিলেন আকাশদীপ।এদিনও ব্যাট করার সময়ে ডাকেট ও আকাশদীপ একে অপরকে জড়িয়ে ধরেন।আকাশদীপকে দ্বিতীয় দিনে নৈশপ্রহরী হিসেবে পাঠিয়েছিল ভারত। তৃতীয় দিনের ওভাল দেখল আকাশদীপ সত্যিকারের ব্যাটসম্যান। পুরোদস্তুর ব্যাটসম্যানের মতো তিনি ইংল্যান্ড বোলারদের বিষ শুষে নিলেন। ৬৬ রানে ফিরে গেলেন। এটাই তাঁর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান। টেস্ট ক্রিকেটের প্রথম অর্ধশতরানও বটে আকাশদীপের। 

অ্যাটকিনসনকে বাউন্ডারি মেরে যখন অর্ধশতরান করলেন, তখন ওভালের ব্যালকনিতে দাঁড়িয়ে উঠে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন রবীন্দ্র জাদেজা, অধিনায়ক শুভমান গিল-সহ অনেকে। ভারতের হেডস্যর গৌতম গম্ভীরের মুখে কে যেন ছড়িয়ে দিয়েছেন আলোর রেখা! তিনি সন্তুষ্ট। আকাশ ও যশস্বী মিলে ১০৭ রানের পার্টনারশিপ গড়েন। যার মধ্যে সিংহভাগ রান ছিল আকাশদীপের। 

শুভমান গিল ব্যর্থ হন এদিন। ১১ রানে এলবিডব্লিউ হন ভারত অধিনায়ক। সুনীল গাভাসকরের রেকর্ড ভাঙা হল না ভারত অধিনায়কের। কোনও টেস্ট সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড সানির। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ৭৭৪ রান করেছিলেন লিটল মাস্টার। সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা জাগিয়েও গিল থেমে যান ৭৫৪ রানে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by We Are England Cricket (@englandcricket)