আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টে আম্পায়ারকে নাকি পাত্তাই দেননি। এমনই অভিযোগ উঠল ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে।
জাদেজার বিরুদ্ধে অভিযোগ, মাঠের আম্পায়াররা একাধিক বার অনুরোধ করলেও জাদেজা নাকি পাত্তাই দেননি। ইচ্ছাকৃত দীর্ঘায়িত করেছিলেন জলপানের বিরতি। ভারতের অলরাউন্ডারের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক আর্থারটন।
লর্ডস টেস্টের পঞ্চম দিন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের নিয়ে ম্যাচ জেতার মরিয়া লড়াই করেছিলেন জাদেজা। ২২ গজের এক দিক আগলে রেখে দলকে জয়ের কাছাকাছি পৌঁছেও দিয়েছিলেন। যদিও শেষ রক্ষা হয়নি। সে সময়ই তিনি নাকি ইচ্ছাকৃত সময় নষ্ট করেছেন। জলপানের বিরতির সময় আম্পায়াররা দ্রুত খেলা শুরু করার নির্দেশ দিলেও তিনি নাকি তা শোনেনইনি। আর্থারটন স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্রিকেটারদের থেকে এখন আম্পায়ারদের উপর নজর রাখা হয় বেশি। জানি না আম্পায়ারদের কর্তৃত্ব কেন কমে যাচ্ছে। ম্যাচে আরও বেশি নিয়ন্ত্রণ থাকা উচিত আম্পায়ারদের। আমার মনে হয় ডিআরএস আসার পর থেকে এটা হচ্ছে।’
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আর্থারটনের কথায়, ‘ডিআরএস আসার আগে আম্পায়ারদের ক্ষমতা অনেক বেশি ছিল। ক্রিকেট মাঠে প্রায় সর্বোচ্চ শক্তির অধিকারী ছিলেন তাঁরা। কিন্তু এখন তাঁদের নিয়ন্ত্রণ অনেকটাই কমেছে। লর্ডসে একটা সময় দেখা গেল জাদেজা অনেকক্ষণ ধরে জল খাচ্ছে। আম্পায়ার ঘড়ি দেখিয়ে দ্রুত খেলা শুরু করার জন্য বলছিলেন। কিন্তু জাদেজা যেন পাত্তাই দিচ্ছিল না আম্পায়ারকে। তবে শুধু জাদেজাই নয়। আরও কেউ কেউ বিভিন্ন অছিলায় সময় নষ্ট করেছে লর্ডসে। আমার মনে হয়, খেলার গতি বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। যতটা বেশি সম্ভব খেলার সময় কাজে লাগানো উচিত।’
আরও পড়ুন: ঢাকার বৈঠকে যেতে রাজি নয় বিসিসিআই, এশিয়া কাপ আদৌ হবে?
আর্থারটনের মতে বল নিয়ে বার বার সময় নষ্ট করা হয়েছে। ব্যাট করার সময় জ্যাক ক্রলি এবং আকাশদীপের চোট পাওয়ার ঘটনা তাঁর নাকি ‘অভিনয়’ বলে মনে হয়েছে। ক্রিকেটে ডিআরএস ব্যবহারের ব্যাপ্তি যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতেও খুশি নন আর্থারটন। অ্যান্ডারসন–তেন্ডুলকর ট্রফির অন্যতম ধারাভাষ্যকারের মতে, ডিআরএসের আবেদন নিয়েও প্রচুর সময় নষ্ট হচ্ছে। তাঁর কথায়, ‘শুরুতে শুধু এলবিডবলিউ আউটের জন্য ডিআরএস ব্যবহার করা হত। এখন ওয়াইড বা নো বলের জন্য ডিআরএস নেওয়া হচ্ছে। এতেও প্রচুর সময় নষ্ট হচ্ছে।’
ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে খেলার গতি বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন আর্থারটন। নানা কারণে বারবার ক্রিকেটারদের এই সময় নষ্ট করাটা একেবারেই পছন্দ নয় প্রাক্তন ইংরেজ ওপেনারের।
এদিকে ২৩ জুলাই থেকে শুরু হবে ম্যাঞ্চেস্টার টেস্ট। প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা। করুণ নায়ারকে বসানো হতে পারে। সাই সুদর্শনকে ফেরানো হতে পারে। ওয়াশিংটন সুন্দরকেও বসানো হতে পারে। চলতি সিরিজে প্রথমবার খেলতে পারেন কুলদীপ যাদব। আবার অভিমন্যু ঈশ্বরনের খেলার সুযোগও রয়েছে।
তবে এটা ঘটনা, লর্ডসে হারের হতাশা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক ছন্দে দেখা গিয়েছে ভারতীয় শিবিরকে। বাসে, ড্রেসিংরুমে বা অনুশীলনে নিজেদের মধ্যে মজা করছেন ক্রিকেটাররা। পাশাপাশি চলছে ম্যাঞ্চেস্টার টেস্ট জেতার পরিকল্পনা ও প্রস্তুতি। রণনীতি তৈরিতে ব্যস্ত টিম ইন্ডিয়া।
