আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন। এবার আইপিএল থেকেও অবসর নিয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন।
গত বছরের ডিসেম্বরে বর্ডার গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অশ্বিন। ওয়ানডে ও টি২০ দলে তিনি আর এখন সুযোগ পাননা। এবার আইপিএল থেকেও সরে দাঁড়ালেন অশ্বিন। বুধবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন তিনি। ফলে আইপিএলের অন্যতম সফল বোলারের যাত্রা শেষ হল।
এহেন অশ্বিন কিন্তু আইপিএলে মহেন্দ্র সিং ধোনির থেকেও বেশি উপার্জন করেন। চেন্নাই সুপার কিংস তারকা অফ স্পিনারকে দলে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল নিলামে। ৯.৭৫ কোটি টাকার বিনিময়ে অশ্বিন যোগ দিয়েছিলেন চেন্নাই শিবিরে। ধোনি সেখানে আনক্যাপড ক্যাটেগরিতে থাকায় তাঁর দাম ছিল ৪ কোটি টাকা। অর্থাৎ ধোনির থেকে অশ্বিন ৫.৭৫ কোটি টাকা বেশি পেতেন চেন্নাইয়ে।
আরও পড়ুন: 'আশ্চর্যের বিষয়,' ২০১৯ বিশ্বকাপে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে মুখ খুললেন কিউয়ি তারকা...
২০২৫ সালের আইপিএল কিন্তু অশ্বিনের জন্য ভাল যায়নি।৯টি ম্যাচ তিনি খেলেন। সাতটি উইকেট নেন অশ্বিন। আইপিএলে হলুদ জার্সিধারীদের হয়ে ১০৬টি ম্যাচ খেলেন তিনি। ৯৭টি উইকেট নেন তিনি। আইপিএলের শুরুর বছরই অশ্বিন যোদ গিয়েছিলেন সিএসকে-তে। ২০০৯ সালে তাঁর অভিষেক ঘটে। আইপিএলে ভাল খেলার ফলেই জাতীয় দলের দরজা খুলে যায় অশ্বিনের জন্য। ২০১০ ও ২০১১ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। ওই দুই বছর তিনি চেন্নাই শিবিরে ছিলেন।
বুধবার গণেশ চতুর্থী। সেই দিনটিকেই অবসর ঘোষণার দিন হিসাবে বেছে নিলেন অশ্বিন। তিনি লিখেছেন, ''বিশেষ দিন। তাই একটা বিশেষ শুরু। ওঁরা বলেন, প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসাবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসাবে আমার অভিযান শুরু হচ্ছে।'' অশ্বিন আরও যোগ করেছেন, ''এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ। আগামী দিনে যা সামনে আসতে চলেছে, সেটা তারিয়ে তারিয়ে উপভোগ করার জন্য অপেক্ষা করছি।''
অশ্বিনের কথাতেই বোঝা গেছে, তিনি বিদেশের বিভিন্ন লিগে খেলতে চাইছেন। ভারতের সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। এবার আইপিএল থেকেও সরে গেলেন। ফলে বিদেশের লিগে খেলতে আর সমস্যা থাকল না তাঁর। সম্প্রতি দীনেশ কার্তিক দক্ষিণ আফ্রিকার ‘এসএটি২০’ লিগে খেলেছেন। তাই ভবিষ্যতে অশ্বিনকেও বিদেশি লিগগুলিতে দেখা যেতে পারে।
এ মাসের শুরুতেই অশ্বিন চেন্নাই সুপার কিংস ছাড়তে চেয়েছিলেন। চেন্নাই কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, মিনি নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হোক। কী কারণে অশ্বিন দল ছাড়তে চাইছিলেন তা পরিষ্কার ছিল না। শুধু দল নয়, সিএসকে অ্যাকাডেমির ডিরেক্টর অফ অপারেশন্সের পদ থেকেও ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি। অশ্বিন কী করেন সেটাই এখন দেখার।
