আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৩০ ইনিংসে ১০০০ রান হয়ে গেল আরসিবি অধিনায়ক রজত পতিদারের। আইপিএলে শুক্রবার পাঞ্জাবের কাছে হেরে গেলেও অধিনায়ক পতিদার এই নজির গড়লেন।
আইপিএলের ইতিহাসে পতিদার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম হাজার রানের নজির গড়লেন। পতিদার নিলেন ৩০ ইনিংস। আর শীর্ষে আছেন গুজরাট টাইটানসের সাই সুদর্শন। যিনি ২৫ ইনিংসে ১০০০ রান করেছিলেন।
আর শচীন তেন্ডুলকার ও রুতুরাজ গায়কোয়াড় আইপিএলে ১০০০ রান করতে নিয়েছিলেন ৩১ ইনিংস। এই দু’জনকে টপকে গেলেন পতিদার। আর মুম্বইয়ের তিলক বর্মা এই কৃতিত্ব অর্জন করেছেন ৩৩ ইনিংসে।
তবে পতিদারের ক্ষেত্রে একটা বিষয় উল্লেখ্য তিনি আইপিএলে প্রথম ভারতীয় ব্যাটার যিনি ১০০০ রান করলেন ৩৫ গড় ও ১৫০ এর উপর স্ট্রাইক রেট নিয়ে।
খেলায় অবশ্য বাজিমাত করেছে পাঞ্জাব। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ঘরের মাঠে আরসিবি তুলেছিল ১৪ ওভারে মাত্র ৯৯। ফিল সল্ট, কোহলি রান পাননি। একমাত্র টিম ডেভিড ৫০ করেন। আঁটোসাঁটো বোলিং করেন অর্শদীপ সিং, মার্কো জানসেন, চাহালরা।
জবাবে ১২.১ ওভারেই জয়ের রান তুলে নেয় পাঞ্জাব। নেহাল ওয়াধেরা করেন ৩৩। ভুবনেশ্বর (২), হ্যাজলেউড (৩) ভাল বল করলেও দলকে জেতাতে পারেননি।
