আজকাল ওয়েবডেস্ক: আবার বৃষ্টির থাবা কেকেআর ম্যাচে। কলকাতার পর এবার আহমেদাবাদ। আগের দিন বৃষ্টির জন্য ইডেনে খেলা ১ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে শুরু হয়। ওভারে কমিয়ে ১৬ করা হয়। এদিন আদৌ কখন খেলা শুরু হবে এখনও বোঝা যাচ্ছে না। ৮.১৫ মিনিটেও আহমেদাবাদে হালকা বৃষ্টি হচ্ছিল। পিচ কভারে ঢাকা ছিল। সোমবার সন্ধে‌ থেকে বৃষ্টি শুরু হয়। শুরুতে হালকা হলেও, পরে বৃষ্টির তেজ বাড়ে। সঙ্গে বজ্রবিদ্যুৎ। পরিস্থিতি অনুযায়ী পুরো ম্যাচ হওয়ার আর সম্ভাবনা নেই। খেলা হলে, ওভার কমিয়েই হবে। সাড়ে আটটার পর থেকে ওভার কমতে শুরু করেছে। বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার পর মাঠ শুকিয়ে খেলার জন্য উপযুক্ত করতে আরও কিছুটা সময় লাগবে। শেষ খবর পাওয়া পর্যন্ত, আহমেদাবাদে বৃষ্টি থেমে গিয়েছে। মাঠ কর্মীরা নেমে গিয়েছে। সুপার সপার চালানো হচ্ছে। ম্যাচ অফিসিয়ালরাও মাঠে আছে। কলকাতায় আগের দিন রাত ৯টায় টস হয়েছিল, খেলা শুরু হয়েছিল ৯.১৫ মিনিটে। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আহমেদাবাদে খেলা শুরু হতে আরও দেরি হবে। সেক্ষেত্রে হয়তো আরও ওভার কমে যাবে। খেলা শুরু হওয়ার শেষ সময় ১০.৫৬ মিনিট। সেক্ষেত্রে পাঁচ ওভারের ম্যাচ হবে। ওভার কমিয়েও ম্যাচ করার চেষ্টা করছে আয়োজকরা। খেলা ভেস্তে গেলে সমস্যায় পড়বে গুজরাট টাইটান্স। কারণ প্লে অফের সম্ভাবনা জিইয়ে রাখতে বাকি দুটো ম্যাচে জিততেই হবে শুভমন গিলদের। এদিকে খেলা না হলে শীর্ষস্থান খোয়াতে পারে কেকেআর। ১৩ ম্যাচে নাইটদের পয়েন্ট দাঁড়াবে ১৯। রাজস্থান রয়্যালসের ২০ পয়েন্টে পৌঁছনোর সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বাকি দুটো ম্যাচ জিততে হবে সঞ্জু স্যামসনদের। তাই একনম্বরে শেষ করতে শনিবার রাজস্থানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ জিততেই হবে নাইটদের।