আজকাল ওয়েবডেস্ক: রাহুল দ্রাবিড়ের ক্রিকেটীয় যাত্রা রূপকথার মতো। সর্বকালের বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম। ভারতের হয়ে একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেন। তবে ১৬ বছরের ক্রিকেট জীবনে প্রচুর সাফল্য পেলেও আইসিসি ট্রফি অধরা ছিল। তবে তাঁর জন্য ক্রিকেট দেবতা অন্য কিছু ঠিক করে রেখেছিলেন। জাতীয় দলের কোচের পদে যোগ দেওয়ার পর বিশ্বকাপ স্পর্শ করার সুযোগ আসে। কিন্তু আহমেদাবাদে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারেন রোহিতরা। তবে পরের বছরই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১১ বছরের খরা কাটিয়ে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। কোচ হিসেবে বিশ্বকাপ ফাইনালই দ্রাবিড়ের শেষ ম্যাচ ছিল। অর্থাৎ সেদিন বিশ্বকাপ না জিতলে আইসিসি ট্রফি অধরাই থেকে যেত 'দ্য ওয়াল'এর। কিন্তু তাঁকে সেরা বিদায়ী উপহার দেন রোহিত, বিরাটরা। ট্রফি নেওয়ার সময় এক অন্য দ্রাবিড়কে দেখা যায়। যা এত বছরে কোনওদিন সামনে আসেনি। ট্রফি হাতে তুলে উগ্র সেলিব্রেশনে মাতেন।
এই নতুন দ্রাবিড়কে দেখে অবাক ক্রিকেট বিশ্ব। এই ছবি বলে দেয় আইসিসি ট্রফি না পাওয়ার কতটা যন্ত্রণা মনের ভেতর পুষে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি ক্রিকেট সংক্রান্ত একটি অনুষ্ঠানে এসে দ্রাবিড় জানান, তিনি চান না তাঁর দুই ছেলে সমিত এবং অনভয় এই সেলিব্রেশন দেখুক। কিন্তু কেন এমন বলেন ভারতের প্রাক্তন কোচ? দ্রাবিড় বলেন, 'আমরা একসঙ্গে কিছু পাওয়ার চেষ্টা করছিলাম। শেষমেষ সেটা পেয়ে গেলে এরকম মুহূর্ত আসে। সেলিব্রেট করাই উচিত। তবে আমি এই সেলিব্রেশন আমার ছেলেদের দেখাতে চাই না। আমার মনে হয় আমি সেদিন খুশিতে পাগল হয়ে গেছিলাম। তবে আমি ছেলেদের সবসময় বলি, আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে। মাথাও ঠান্ডা রাখতে হবে। রেজাল্টের প্রভাব পড়তে দেওয়া উচিত না। ভগবানকে ধন্যবাদ যে ওটা আমার শেষ ম্যাচ ছিল। নয়তো তারপর ওরা বলত, তুমি মুখে এক কথা বল, আর কাজে অন্য কিছু করো।' কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান দ্রাবিড়ের বড় ছেলে সমিত। তিন ম্যাচের একদিনের সিরিজে খেলবেন তিনি। অজিদের বিরুদ্ধে দুটো চার দিনের ম্যাচও খেলবে ভারতের জুনিয়র দল।
