আজকাল ওয়েবডেস্ক:‌ অবসর নিলেন ফ্রান্সের ফুটবলার রাফায়েল ভারানে। এবার ক্লাব ফুটবল থেকে। ২০২৩ সালের শুরুতেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার সরে দাঁড়ালেন ক্লাব ফুটবল থেকেও। মাত্র ৩১ বছরেই বুটজোড়া তুলে রাখার পিছনে রয়েছে চোট। 


ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতেছিলেন ভারানে। রিয়েল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চারবার। ২০২৪ এর শুরুতে ইতালির ক্লাব কোমোতে যোগ দিয়েছিলেন এই ফরাসি ফুটবলার। কিন্তু চোটের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হল এই ফুটবলারকে।


ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে গত জুলাইয়ে কোমোয় যোগ দিয়েছিলেন এই ডিফেন্ডার। কিন্তু আগস্টেই হাঁটুতে চোট পাওয়ার পর আর মাঠে নামতে পারেননি। দলও তাঁর পরিবর্ত নিয়ে ফেলেছিল। এরপর ফুটবলকেই বিদায় জানালেন তিনি। 


ফুটবল জীবনের সেরা সময়টা তিনি কাটিয়েছেন রিয়েলেই। তিন বার লা লিগার পাশাপাশি চারবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। চারবার জিতেছেন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। তিনবার জিতেছেন উয়েফা সুপার কাপ। দেশের হয়ে বিশ্বকাপ ছাড়াও জিতেছেন নেশনস লিগ। ম্যান ইউ’‌র হয়ে জিতেছেন এফএ কাপ। এছাড়াও জিতেছেন কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ। অবসরের পর ভারানে বলেছেন, ‘‌সবাইকেই থামতে হয়। কোনও দুঃখ নেই। পরিপূর্ণ আমার ফুটবল জীবন।’‌