আজকাল ওয়েবডেস্ক:‌ বিরল নজিরের সামনে রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাই টেস্টে শতরানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন অশ্বিন। হয়েছিলেন ম্যাচের সেরা। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার। 


ইতিমধ্যেই শেন ওয়ার্নের সঙ্গে যুগ্মভাবে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ বা তার বেশি উইকেটশিকারী হিসেবে নিজের নাম লিখিয়েছেন। শীর্ষে অবশ্য মুথাইয়া মুরলিথরন। অশ্বিন–ওয়ার্ন আছেন দুইয়ে। এবার কানপুর টেস্টে একাধিক রেকর্ডের হাতছানি রয়েছে অশ্বিনের সামনে।


১.‌ ইতিমধ্যেই টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। আর একটি উইকেট পেলেই চতুর্থ ইনিংসে ১০০ উইকেট হবে অশ্বিনের। যা ভারতীয়দের মধ্যে প্রথম। বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি।


২.‌ আর মাত্র তিন উইকেট পেলেই জাহির খানকে টপকে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক হবেন অশ্বিন। জাহির পেয়েছেন ৩১ উইকেট।


৩.‌ আর চার উইকেট পেলে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন তিনি। শীর্ষে আছেন অসি পেসার হ্যাজলউড। আর অশ্বিন এখনও অবধি পেয়েছেন ৫২ উইকেট।


৪.‌ কানপুর টেস্টে ইনিংসে আর একবার পাঁচ উইকেট পেলে ওয়ার্নকে টপকে দুইয়ে চলে আসবেন তিনি। মুরলির পর তিনিই হবেন টেস্টে সর্বোচ্চ পাঁচ উইকেটশিকারী।


৫.‌ আর আট উইকেট নিলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন অশ্বিন। তালিকায় শীর্ষে আপাতত নাথান লায়ন (‌১৮৭ উইকেট)‌। অশ্বিন পেয়েছেন ১৮০ উইকেট। 


৬.‌ আর নয় উইকেট পেলেই অশ্বিন (‌৫২২)‌ টপকে যাবেন লায়নকে (‌৫৩০)‌। তাহলেই টেস্টে সপ্তম সর্বোচ্চ উইকেটশিকারী হবেন অশ্বিন।