বছরের শেষদিনেও হাড়কাঁপানো ঠান্ডা বঙ্গে। আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়। গতকালের তুলনায় আরও খানিকটা কমল আজকের তাপমাত্রা। শীতের ঝোড়ো ব্যাটিংয়ে রীতিমতো জবুথবু দশা সকলের।
2
7
আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
7
গতকাল মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা মরশুমের শীতলতম দিন হিসেবে জানিয়েছিল হাওয়া অফিস। গতকালের তুলনায় আজ আরও খানিকটা কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। বছরের শেষদিনই শীতলতম দিন হল শহরে।
4
7
আজ সকালে ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, মালদহ, নদিয়া ও মুর্শিদাবাদে।
5
7
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। আগামী দু'দিনে সব জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপরের তিনদিনে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।
6
7
আজ থেকে আগামী তিনদিন দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে কুয়াশার দাপট থাকবে। কমবে দৃশ্যমানতাও।
7
7
পাশাপাশি আজ থেকে তিনদিন চারদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়েও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।