আজকাল ওয়েবডেস্ক: প্রীতি জিন্টাকে নিয়ে একটি গল্প শোনালেন প্রাক্তন ভারতীয় পেসার সন্দীপ শর্মা। যা তাঁর হৃদয়ের খুব কাছে। ২০১৭ আইপিএলের ঘটনা। পাঞ্জাবের একটি ম্যাচে ২২ রানে ৩ উইকেট নেন সন্দীপ। ম্যাচ জেতানো স্পেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৩৮ রান করেও জিতে যায় পাঞ্জাব। আরসিবির তিন তারকা ক্রিস গেইল, বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সকে আউট করেন তিনি। একটি সাক্ষাৎকারে সন্দীপ বলেন, 'আমরা বেঙ্গালুরুতে আরসিবির বিরুদ্ধে ম্যাচ খেলছিলাম। নতুন বলে আমি তিনটে উইকেট নিই। বিরাট, এবি, এবং গেইল। ম্যাচের সেরা হওয়ার কথা ছিল অক্ষর প্যাটেলের। ও দুই উইকেট নিয়েছিল। শেষ ওভারে ও ২৫ রান করে। ওরই ম্যাচের সেরা হওয়ার কথা। কিন্তু প্রীতি ম্যাম সেখানে ছিল। তিনি রবি শাস্ত্রীকে বলেন, স্যান্ডির ম্যাচের সেরার পুরস্কার পাওয়া উচিত। কারণ ও তিনটে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। তারপর আমাকে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়। সেটা খুব মিষ্টি জিনিস ছিল। তারপর আমি সেটা অক্ষরকে দেওয়ার চেষ্টা করি। ও আমাকে বলে, তিনটে উইকেট খুব গুরুত্বপূর্ণ ছিল। নয়ত ১৩৮ রান আটকানো যেত না।'
আইপিএলে ১১৭টি ম্যাচ খেলেন সন্দীপ শর্মা। ১৪৬ উইকেট নেন। ইকোনমি রেট ৮ এর থেকে একটু বেশি। আইপিএলে মোট তিনটে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। তালিকায় রয়েছে পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। প্রসঙ্গত, আঠারো বছরের প্রতীক্ষার অবসান ঘটেছিল ৩ জুন। পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে আইপিএল জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ের উৎসব সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে একটি সেলিব্রেশনের আয়োজন করে আরসিবি। কিন্তু সেখানে ভয়ঙ্কর পদপিষ্টের ঘটনা ঘটে। তারকা ক্রিকেটারদের দেখার উৎসাহে স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারায়। তারমধ্যে ছিল একজন বাচ্চাও। মোট ১১ জন প্রাণ হারায়, প্রায় ৫০ জনের কাছাকাছি আহত হয়। সঠিকভাবে অনুষ্ঠান আয়োজন না করার জন্য সমালোচিত হতে হয় ফ্র্যাঞ্চাইজিকে। তাঁদের বিরুদ্ধে এফআইআর হয়। অনেক দূর জল গড়িয়ে যায়। কিন্তু এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেনি আরসিবি কর্তৃপক্ষ। শেষমেষ ২৮ আগস্ট মৌনব্রত ভাঙে বেঙ্গালুরু। নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি প্রক্রিয়ার সূচনা করে আরসিবি। যার নাম 'আরসিবি কেয়ার্স।' যা ভবিষ্যতে সমর্থকদের সমস্যার সমাধান করবে।
