আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের পাতায় প্রীতি পাল এবং নিশাদ কুমার। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিকে জোড়া পদক জিতলেন প্রীতি পাল। প্যারিসে রেকর্ড করলেন নিশাদ কুমারও। টোকিওর পর প্যারিস, পরপর পদক জিতলেন। রবিবার পুরুষদের হাই জাম্প টি ৪৭ বিভাগে রুপো জেতেন ২৪ বছরের প্যারা অ্যাথলিট। ২.০৪ মিটার অতিক্রম করে ভারতকে প্যারিস প্যারালিম্পিকে তৃতীয় পদক এনে দিলেন নিশাদ। ভারতের মোট পদক সংখ্যা সাত। হাই জাম্পে কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করতে হয় নিশাদকে। বিশ্বরেকর্ডের অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের টাউনসেন্ড রডরিকের মুখোমুখি হন তিনি। আগেরবার ২.১২ মিটার পার করে সোনা জিতেছিলেন তিনি। কিন্তু দক্ষতা এবং মনোবল দিয়ে প্রতিপক্ষকে টেক্কা দেন ভারতীয় প্যারা অ্যাথলিট।
মাত্র ছয় বছর বয়সে একটি দুর্ঘটনায় হাত হারান নিশাদ। ঘাস কাটার মেশিনে হাত কেটে যায়। কিন্তু হার মানেননি। মায়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে খেলাধুলো চালিয়ে যান। তাঁর মা রাজ্য স্তরের ভলিবল প্লেয়ার এবং ডিসকাস থ্রোয়ার ছিলেন। কুস্তি এবং অ্যাথলেটিক্স দিয়ে শুরু করেন নিশাদ। তারপর জ্যাভলিন থ্রোয়ে মনোনিবেশ করেন। তারপর শুরু করেন হাই জাম্প। তাতেই এল সাফল্য। অন্যদিকে অবনী লেখারার রেকর্ড ছুঁয়ে ফেললেন প্রীতি। ভারতের দ্বিতীয় প্যারা অ্যাথলিট হিসেবে একই প্যারালিম্পিকে জোড়া পদকের নজির গড়েন। তিন বছর আগে টোকিওতে সোনা এবং ব্রোঞ্জ জিতেছেন অবনী। প্যারিসে জোড়া ব্রোঞ্জ জিতলেন উত্তরপ্রদেশের প্রীতি।
