আজকাল ওয়েবডেস্ক: কোচ প্রকাশ পাড়ুকোন অলিম্পিকের সময় ফোন নিয়ে নিয়েছিলেন। তাঁর একমাত্র লক্ষ্য ছিল, অলিম্পিকের মঞ্চে লক্ষ্যকে পদক জেতানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশ্নে নিজের অলিম্পিক সফরের কাহিনী তুলে ধরলেন লক্ষ্য সেন। প্যারিস অলিম্পিক লক্ষ্যের কেরিয়ারে প্রথম অলিম্পিক।



আর প্রথমবারেই পদকের কাছে এসেও হাতছাড়া হতে হয়েছে লক্ষ্যকে। দেশে ফেরার পর স্বাধীনতা দিবসে মোদি ভারতের প্যারিস অলিম্পিকের ক্রীড়াবিদদের সাথে দেখা করেন। সেখানেই লক্ষ্যকে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, অলিম্পিকের সময় তোমাকে ঘিরে মানুষের মধ্যে যে হাইপ তৈরি হয়েছিল সেটা জানতে? উত্তরে লক্ষ্য জানান, অলিম্পিক চলাকালীন প্রকাশ পাড়ুকোন কঠোর নিয়মের মধ্যে থাকার নির্দেশ দিয়েছিলেন তাঁকে।

?ref_src=twsrc%5Etfw">August 15, 2024


প্রতিযোগিতা চলাকালীন প্রকাশ স্যার ফোন কেড়ে নিয়েছিলেন। জানিয়েছিলেন, ম্যাচের শেষে আমি ফোন পাব। ফলে, দেশে আমায় নিয়ে কী চলছে সেটা জানার সুযোগ হয়নি। তবে, প্যারিসেও আমি প্রচুর সমর্থন পেয়েছি। অনেক কিছু শিখেছি অলিম্পিক থেকে। আমার বিশ্বাস আগামী দিনে এগুলো আমার কাজে লাগবে।




ব্যাডমিন্টনে একাধিক পদক জয়ের আশা নিয়ে প্যারিস অলিম্পিকে রওনা হয়েছিল ভারত। সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি, পিভি সিন্ধু, এইচএস প্রণয় এবং লক্ষ্য সেন একক প্রতিযোগিতায় ছিলেন। বাকি কেউ সেরকম ভাবে আশা না দেখাতে পারলেও পদকের সবথেকে কাছে পৌঁছেছিলেন লক্ষ্য। সেমিফাইনালে এবং তারপর ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরে চতুর্থ স্থান অর্জন করেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।