আজকাল ওয়েবডেস্ক:‌ অলিম্পিকে ব্রোঞ্জ জিতে অবসর নিলেন পি আর শ্রীজেশ। ভারতীয় হকি দলের এই গোলরক্ষকের এটাই শেষ অলিম্পিক ছিল। টোকিওর পর প্যারিস। টানা দুটো অলিম্পিকেই ভারতীয় হকি দল পেল ব্রোঞ্জ। আর তাতে শ্রীজেশের ভূমিকা অনেকটা। এবারের অলিম্পিকে একাধিক দুরন্ত সেভ, গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে টাইব্রেকারে দুর্ভেদ্য হয়ে ওঠা। অবশেষে স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ জয়। শ্রীজেশ বলেছেন, ‘‌গোলকিপার হিসেবে এটাই আমার কাজ। কঠিন শট আটকানো। স্পেন ম্যাচেও সেটাই করেছি। খেলা শেষেই তেকাঠির উপরে উঠে পড়েছিলেন শ্রীজেশ। তাঁকে অভিনন্দন জানাচ্ছিলেন সতীর্থরা। 



২৪ বছর দেশের হয়ে টানা খেলেছেন শ্রীজেশ। এবার বিদায় জানানোর পালা। শ্রীজেশের কথায়, ‘‌২৪ বছর এটাই আমার ঘর–বাড়ি ছিল। তাই এই বিদায়টা খুব সুন্দর। এতদিন সতীর্থদের সমর্থন পেয়েছি। তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছি। একদিন তো জায়গা ছাড়তেই হবে।’‌ 


দেশের হয়ে এশিয়ান গেমসে দু’‌বার সোনা জিতেছেন শ্রীজেশ। কমনওয়েলথ গেমসে দু’‌বার রুপো জিতেছেন। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারবার সোনা জিতেছেন। ২০২১ সালে খেলরত্ন পেয়েছিলেন শ্রীজেশ।