আজকাল ওয়েবডেস্ক:‌ প্রথমবার বিশ্বকাপ জিতল পর্তুগাল। অনূর্ধ্ব ১৭ স্তরে। অস্ট্রিয়াকে বৃহস্পতিবার জুনিয়র ব্রিগেড হারাল ১–০ গোলে। চলতি বছরেই অনূর্ধ্ব ১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল পর্তুগাল। এবার তাদের ঘরে এল অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। গোটা টুর্নামেন্টেই দারুণ পারফরম্যান্স করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ।


কাতারে আয়োজিত হয়েছিল এবছরের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। ২০০৩ সালের পর এই প্রথমবার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল পর্তুগাল। তবে ইউরোপ সেরা হওয়ার পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছে রোমারিও কুনহারা। বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নর্থ ক্যালিডোনিয়াকে ৬–১ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। পরের ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ৬–০ জয়। তবে গ্রুপের শেষ ম্যাচে জাপানের কাছে ১–২ হেরে যায় রাফায়েল কুইনটাসরা।


তবে নকআউট পর্ব থেকে একেবারে অপ্রতিরোধ্য হয়ে ওঠে পর্তুগালের জুনিয়র ব্রিগেড। প্রথমে বেলজিয়ামের বিরুদ্ধে ২–১ জয়, তারপর মেক্সিকোকে ৫–০ উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বের্নার্ডো লিমারা। শেষ আটের যুদ্ধে সুইজারল্যান্ডকে ২–০ হারায় পর্তুগাল। তবে সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ছিল কঠিন চ্যালেঞ্জ। টাইব্রেকারে জিতে ফাইনালের টিকিট মেলে মাতেউস মিদেদের। তারপর অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বজয়।


জুনিয়রদের এমন সাফল্যে উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন বিশ্বচ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানিয়েছেন সিআর সেভেন। অনূর্ধ্ব ১৭ পর্তুগাল দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী ফুটবল মহল। কারণ চলতি বছরেই ইউরোপ সেরা এবং বিশ্বসেরা হয়েছে এই স্কোয়াড। আগামী বছর ফিফা বিশ্বকাপ। এই জয় রোনাল্ডোদের বাড়তি অনুপ্রেরণা দেয় কিনা সেটাই দেখার। ইতিমধ্যেই রোনাল্ডোরা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করে ফেলেছে।