আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ বহুবার গোলের গন্ধ মাখা পাস বাড়িয়েছেন তাঁর সতীর্থদের। সেই সব পাস থেকে প্রতিপক্ষের জালও কাঁপিয়েছেন রোনাল্ডোরা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক সবচেয়ে বড় 'অ্যাসিস্ট'টাই বোধহয় করলেন মাঝআকাশে। মাঠের বাইরে ব্রুনোর এই অ্যাসিস্ট এক অচৈতন্য লোককে জীবন দিয়ে গেল। 

এত পর্যন্ত পড়ার পরে অনেকেই অবাক হতে পারেন। মনে প্রশ্ন জাগতেই পারে, কী করলেন ব্রুনো ফার্নান্দেজ? উয়েফা নেশনস লিগে পর্তুগালের ম্যাচ রয়েছে। জাতীয় দলের হয়ে খেলার জন্য ব্রুনো ফার্নান্দেজ পর্তুগাল ফিরছিলেন। এই অবস্থায় বিমানে এক সহযাত্রীর জীবন বাঁচান ব্রুনো ফার্নান্দেজ। 

জ্ঞান হারিয়ে ফেলা এক অসহায় ব্যক্তিকে দেখে ব্রুনো আর স্থির থাকতে পারেননি। তিনি সাহায্যের আবেদন করেন। অচৈতন্য মানুষটার চিকিৎসার ব্যবস্থা করে দেন। ব্রুনো ফার্নান্দেজের মানবিকতার কথা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন সুজানা লসন নামের এক সহযাত্রী।

তিনি বলেন, ''বিমানের পিছনের দিকে যে টয়লেটটা রয়েছে, সেখানেই গিয়েছিলেন ব্রুনো। আমরা হঠাৎ চিৎকার শুনতে পাই। বুঝতে পারি কেউ একজন সাহায্য চাইছেন। পিছন ফিরে দেখি ব্রুনো ফার্নান্দেজ অচেতন এক লোককে চেয়ারে বসানোর চেষ্টা করছেন। ব্রুনোর হেল্প হেল্প চিৎকার শুনে ছুটে আসেন কেবিন ক্রুরা। সেই ব্যক্তি আশঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে ছিলেন ব্রুনো।'' 

সুজানা লসন চিনতে পারেন ব্রুনো ফার্নান্দেজকে। বিমান থেকে নামার সময় ব্রুনোর সঙ্গে সেলফি তুলতে চান সুজানা। ব্রুনো নিজেই তুলে দেন সেলফি। অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য ব্রুনোর প্রশংসা করেন সুজানা।