আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সঙ্গে একান্তে আলাপ সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার বক্সার আমন শেহরাওয়াতের সঙ্গে্ মোদির কথোপকথন ভাইরাল। ব্রোঞ্জজয়ী বক্সারকে মোদি প্রশ্ন করেন, প্যারিস থেকে ফিরে পছন্দের খাবার খাওয়া হয়েছে?’, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশ্নে একগাল হেসে জবাব দিলেন অলিম্পিকে পদকজয়ী বক্সার আমন শেহরাওয়াত।

 

 

তাঁর বক্তব্য, আমি এখনও বাড়ি যাইনি স্যারফের প্রধানমন্ত্রী জানান, হামে বলতে, হাম বানওয়া দেতে কুছ’(আমায় বলতে পারতে, আমি কিছু বানিয়ে দিতাম’)। অত্যন্ত সরলতার সঙ্গে আমনের জবাব, ঘর যাকে চুরমা তো খানাহি হ্যায়(বাড়ি গিয়ে চুরমা তো খাবই)। ১০ বছর বয়সে বাবাকে হারিয়েছেন শেহরাওয়াত।

 

 

২১ বছর বয়সে নিজের কেরিয়ারের প্রথম অলিম্পিকেই দেশকে পদক দিয়েছেন তিনি। নাম লিখিয়েছেন সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, সাক্ষী মালিক, রবি দাহিয়া, বজরং পুনিয়ার সঙ্গে।