আজকাল ওয়েবডেস্ক: অভিনব ভাবনায় শুরু হতে চলেছে কলকাতা লিগ। কয়েকদিন আগেই একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে কলকাতা লিগের ড্র অনুষ্ঠিত হয়। সোমবার প্রকাশিত হল পিকে ব্যানার্জির নামে বিশেষ পোস্টাল স্ট্যাম্প। এছাড়াও উন্মোচন হল কলকাতা লিগের 'গোপাল ভাঁড়' ম্যাসকটের।

বুধবার থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। তার আগে শহরের একটি পাঁচতারা হোটেলে এবারের লিগ আনুষ্ঠানিকভাবে কিংবদন্তি পিকে ব্যানার্জির নামে নামকরণ করা হল। ছিলেন তাঁর ছোট মেয়ে পিক্সি এবং ভাই প্রসূন ব্যানার্জি। ম্যাসকট এবং পিকে ব্যানার্জির নামাঙ্কিত পোস্টাল স্ট্যাম্পের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন পোস্টাল সার্ভিসেসের ডিরেক্টর হামাদ জাফর। এছাড়াও ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। 

কলকাতা ময়দানে ম্যাসকটের ভাবনা প্রথম নিয়ে এসেছিল মোহনবাগান। ম্যাসকটের নাম রাখা হয়েছিল 'বাগ্গু।' কিন্তু কলকাতা লিগে এমন ঘটনা প্রথম। এবারের লিগের ম্যাসকট 'গোপাল ভাঁড়।' কিন্তু হঠাৎ এমন ভাবনা কেন? তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই ফুটবলের। এর ব্যাখ্যা দিলেন ক্রীড়ামন্ত্রী। অরূপ বিশ্বাস বলেন, 'গোপাল ভাঁড়ের বুদ্ধি ছিল। হার মানতেন না। ফুটবল এখন আর কেউ শুধু পা দিয়ে খেলে না। মাথা দিয়েও খেলে। যদি পা এবং মাথা দিয়ে কলকাতা লিগ খেলা যায়, তাহলে এই ম্যাসকটের সার্থকতা থাকবে।' 

ম্যাসকট প্রসঙ্গে আইএফএর‌ সভাপতি বলেন, 'গোপাল ভাঁড় নবরত্নের মধ্যমণি ছিলেন। কঠিন কাজকে সুষ্ঠুভাবে হাস্যরসের মাধ্যমে বার করে আনতেন। তাই ওনার উদ্দেশ্যে ম্যাসকট।' এদিন ছিল কিংবদন্তি পিকে ব্যানার্জির জন্মদিন। সেই উপলক্ষে পরিবারের উপস্থিতিতে কেক কাটা হয়। অনুষ্ঠানে তারকার সমাহার। ছিলেন প্রশান্ত ব্যানার্জি, অতনু ভট্টাচার্য, সুমিত মুখার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাস, সন্দীপ নন্দী, লালকমল ভৌমিক, সোমা বিশ্বাস প্রমুখ। দমকল মন্ত্রী সুজিত বসু জানান, লেকটাউনের মাঠকে পিকে ব্যানার্জির নামে নামাঙ্কিত করা হবে। সেখানে কিংবদন্তি ফুটবলারের মূর্তিও বসানো হবে। 

ছবি: অভিষেক চক্রবর্তী