আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৮৪৭ বলে শেষ হয়েছে পারথ টেস্ট। সেই পিচকেই 'ভেরি গুড' তকমা দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 

মাত্র দু'দিনে শেষ হয় অ্যাশেজের প্রথম টেস্ট। 

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে তাঁর রিপোর্টে পারথের উইকেটকে সর্বোচ্চ রেটিং দেন। আইসিসি জানিয়েছে, ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য ছিল। অ্যাশেজে অস্ট্রেলিয়া এখন ১-০-এ এগিয়ে। টেস্টের প্রথম দিনই ১৯টি উইকেট পড়ে। ইংল্যান্ড ১৭২ রানে শেষ হয়ে যায়। মিচেল স্টার্ক ৫৮ রানে ৭ উইকেট নিয়ে আগুন জ্বালান। প্রথম দিনের খেলার শেষে অস্ট্রেলিয়া করেছিল ৯ উইকেটে ১২১। 

দ্বিতীয় দিনেও জলের মতো উইকেট পড়ে। ১৬৪ রানে থেমে যায় ইংল্যান্ড। তার পরে চলে ট্র্যাভিস হেডের বিস্ফোরণ। 

 এর আগে সবথেকে কম বলে অ্যাশেজ শেষ হয়েছে ১৮৮৮ সালে।

পারথের পিচে প্রথম তিন ইনিংসে আধিপত্য ছিল পেস বোলারদের। স্টার্কের আগুনে বোলিংয়ের পাশাপাশি ইংল্যান্ডের অধিনায়কও বল হাতে প্রথম ইনিংসে নেন ৫টি উইকেট। 

মাত্র দু'দিনে ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া প্রমাণ করল তারা সবকিছুই পারে। ইংল্যান্ডকে হারানোর নায়ক ট্র্যাভিস হেড আবার ইংরেজবাহিনীকে হারানোর পরে ক্ষমা চেয়েছেন। 
কিন্তু কেন? হেডের দাপটে ইংল্যান্ড উড়ে যায়। তৃতীয় দিনের টিকিট যাঁরা কেটে রেখেছিলেন, তাঁরা হতাশ হলেন। সেই ৬০ হাজার দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিলেন ট্র্যাভিস হেড। বললেন, ''আই ফিল সরি ফর দ্য সিক্সটি থাউজ্যান্ড হু ওয়্যার ডিউ টু কাম হিয়ার টুমরো।'' 
কিন্তু দুর্দান্ত এই জয়ের পরেও ৩০ লক্ষ অস্ট্রেলিয়ান ডলারের বেশি ক্ষতির মুখে অস্ট্রেলিয়া। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ কোটি টাকা। 
পারথ টেস্টের প্রথম দিন গ্যালারিতে হাজির ছিলেন ৫১,৫৩১ দর্শক। শনিবার এসেছিলেন ৪৯,৯৮৩ জন। হেড নিজে বলেছেন তৃতীয় দিন ৬০ হাজার দর্শকদের জন্য তিনি ক্ষমাপ্রার্থী। 
কিন্তু ইডেনের বাইশ গজে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শেষ হয় তিন দিনে। আবার গুয়াহাটিতেও ভারতীয় ব্যাটিং ধসে যায়। যদিও আইসিসি-র তরফ থেকে ইডেন পিচ নিয়ে সার্টিফিকেট দেওয়া হয়নি। তবুও বিশেষজ্ঞরা কিন্তু ইডেনের পিচ নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তাঁদের মতে, টেস্ট নিয়ে প্রহসন চলছে। যদিও ভারতের হেডস্যর গৌতম গম্ভীর বলেছিলেন, এরকম পিচই চেয়েছিলেন তাঁরা।