আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার সিটির পর আর কোনও ক্লাবে কোচিং করবেন না। নিজের কোচিং জীবন নিয়ে বড় আপডেট দিলেন পেপ গুয়ার্দিওলা। 

গত মাসেই ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তি নবীকরণ করেছেন পেপ। ২০২৬ সাল পর্যন্ত তিনি ম্যান সিটিতেই থাকবেন। ২০১৬ সালে তিনি যোগ দিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবে। 

কোচিং না করে কী করবেন গুয়ার্দিওলা? ইউটিউবে কথোপকথনে তিনি বলেন, ''ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরে অন্য কোনও ক্লাবের হয়ে কোচিং  করাব না।''


কিন্তু কেন কোচিংয়ে অনীহা হল পেপ গুয়ার্দিওলার? তিনি জানিয়েছেন, আগের মতো সেই জীবনীশক্তি থাকবে না। হয়তো কোনও জাতীয় দলের হয়ে কাজ করবেন। তবে তা সুদূরপ্রসারী ব্যাপার। 

অবসর গ্রহণের পরে স্থির  করে ফেলেছেন তিনি গলফ খেলবেন।