আজকাল ওয়েবডেস্ক: লিও মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিয়ে দ্বিধাবিভক্ত ফুটবলবিশ্ব। কে সেরা, তা নিয়ে নিরন্তর চলছে বিতর্ক।
ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা যা বললেন, তাতে দুই তারকাকে নিয়ে বিতর্কের অবসান হতে পারে চিরতরে। পেপের কোচিংয়ে খেলেছেন মেসি। সেই যুগটা ছিল বার্সেলোনার সেরা সময়। পেপ লা লিগা, বুন্দেশলিগা, চ্যাম্পিয়ন্স ট্রফি একাধিকবার জিতেছেন। মেসি ও রোনাল্ডো বিতর্কে জল ঢেলে দিলেন তিনি। সেই সঙ্গে তাঁর তুলনায় বাড়তে পারে বিতর্ক।
পেপ বললেন, ''মেসি সর্বকালের সেরা ফুটবলার। অনেকের মনে হতে পারে আমি পেলে বা মারাদোনাকে অশ্রদ্ধা করছি। তবে মেসির মতো কাউকে আমি কল্পনাও করতে পারি না। ওর ধারাবাহিকতা অতুলনীয়। সব দিক থেকেই মেসি অনন্য।''
গার্দিওলা আরও বলেন, ''আমি বাচ্চা ছেলেটাকে ট্রেনিং করতে দেখেছি। ছেলেটাকে অবিশ্বাস্য ভাবে খেলতে দেখেছি। ওকে কাছ থেকে দেখলে বোঝা যাবে মেসি আসলে কী।''
পেপের কোচিংয়ে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত খেলেছেন মেসি। ২১৯টি ম্যাচ থেকে ২১১টি গোল করেছেন তিনি। ৯৪টি অ্যাসিস্ট। খুব কাছ থেকে মেসিকে দেখেছেন বলেই গার্দিওলার পক্ষে মেসিকে ব্যাখ্যা করা সম্ভব। সেই কারণেই তিনি সর্বকালের সেরার আসনে বসাচ্ছেন মেসিকে।
