আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়ানোর আগে বিরাট ধাক্কা অস্ট্রেলিয়ার শিবিরে।
পিঠের চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।
কামিন্সের জায়গায় বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে বাঁ হাতি পেসার বেন ডরসুইসকে।
কামিন্স যে ছিটকে যেতে পারেন, তার ইঙ্গিত আগে থেকেই ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে বলা হয়েছিল, বিশ্বকাপের শুরু থেকে পাওয়া যাবে না কামিন্সকে। আজ শনিবার জানা গেল বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন প্যাট কামিন্স।
বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ম্যাথু শর্টও। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। বিগ ব্যাশে স্টিভ স্মিথ নিজের নামের প্রতি সুবিচার করছেন। তবে বিশ্বকাপের প্রাথমিক দলে তো নেই স্মিথ। তাই তাঁকে আর বিশ্বকাপের মূল দলে বিবেচনা করা হয়নি।
কামিন্সকে কিন্তু ১৫ সদস্যের দলে রাখা হয়েছিল। মনে করা হচ্ছিল শুরু থেকে না পারলে বিশ্বকাপের মাঝপথে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। কামিন্স না থাকায় অভিজ্ঞতা হারাল অস্ট্রেলিয়া একথা বললেও অত্যুক্তি করা হবে না। কামিন্সের নেতৃত্বে ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার জার্সিতে কামিন্স শেষবার খেলেছেন গত বছরের ডিসেম্বরে। তাও আবার অ্যাশেজ। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে। গত বছরের জুলাই মাসের পরে সেটাই ছিল কামিন্সের একমাত্র ম্যাচ।
সেই অ্যাডিলেড টেস্টের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল কামিন্সকে। আইপিএলের আগে পুরোদস্তুর ফিট হয়ে উঠতে পারেন কামিন্স।
কামিন্সের জায়গায় দলে ঢোকা বাঁ হাতি পেসার ডরসুইস সদ্য শেষ হওয়া বিগ ব্যাশের ১২টি ম্যাচে ১৬টি উইকেট নেন।
