আজকাল ওয়েবডেস্ক: প্রথম শ্রেণীর ক্রিকেটে মাইলস্টোন ছুঁলেন অর্জুন তেন্ডুলকর। গোয়ার হয়ে ৫০ উইকেট তুলে নিলেন শচীনপুত্র। মহারাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে এই নজির গড়লেন। ২০২২-২৩ মরশুমে গোয়ায় যোগ দেন অর্জুন। লাল বলের ক্রিকেটে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে শচীনের ছেলের। গোয়ার হয়ে অভিষেক ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে শতরানও করেন। ৫০ উইকেটের মধ্যে ১৩টি চলতি রঞ্জি ট্রফিতে।‌ প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০টি উইকেট তুলে নিলেও বাবাকে ছুঁতে এখনও ঢের দেরী। আরও ২১ উইকেট বেশি শচীনের। 

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রাখেন কিংবদন্তি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭১ উইকেট শচীনের। আন্তর্জাতিক ক্রিকেটেও বল হাতে সমান কার্যকরী। টেস্ট ক্রিকেটে ৪৬ উইকেট তুলে নেন। একদিনের আন্তর্জাতিকে তাঁর উইকেট সংখ্যা ১৫৪। মুম্বইয়ের হয়ে রঞ্জিতে হাতেখড়ি হয় অর্জুনের। কিন্তু নিয়মিত দলে সুযোগ পেতেন না। তাই ছেলের জন্য বড় সিদ্ধান্ত নেন শচীন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে ছাড়পত্র নিয়ে পাড়ি দেন গোয়ায়। দলের প্রধান বোলিং অলরাউন্ডারের জায়গা নেন অর্জুন। 

২০২১ সালে আইপিএলের নিলামে ২০ লক্ষতে তাঁকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চোটের জন্য ছিটকে যান। তাঁর পরিবর্তে সিমারজিৎ সিংকে নেওয়া হয়। ২০২২ আইপিএলের নিলামে ৩০ লক্ষ দিয়ে আবার অর্জুনকে নেয় মুম্বই। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয় তাঁর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম উইকেট পান। একই বছর আরও দুটো উইকেট নেন। ২০২৪ সালে তাঁকে রেখে দেয় মুম্বই। ২০২৬ আইপিএল নিলামের আগে মুম্বই থেকে লখনউ সুপার জায়ান্টসে যান শচীনপুত্র।‌ এবার সঞ্জীব গোয়েঙ্কার দলের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।