আজকাল ওয়েবডেস্ক: চলতি মরশুম খুব একটা ভাল যাচ্ছে না ম্যাঞ্চেস্টার সিটির। পরপর চারবার ইপিএল জেতা দলটি এবার ক্রমশ পিছিয়ে পড়ছে লিগ জেতার দৌড় থেকে। এর মধ্যেই দলের ম্যানেজার পেপ গুয়ার্দিওলা জানালেন, অধিনায়ক কাইল ওয়াকার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সিটি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কেরিয়ারের শেষ পর্যায়ে নতুন চ্যালেঞ্জ খুঁজে নিতে চান ৩৪ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার। গত দু’বছর ধরেই ট্রান্সফার সংক্রান্ত গুজবের কেন্দ্রে কাইল ওয়াকার। বায়ার্ন মিউনিখ এবং সৌদি প্রো লিগে খেলা একাধিক দল তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছে।
এর আগে ২০২৩ সালে বুন্দেশলিগায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি এবং ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করেন। কিন্তু চলতি মরশুমে প্রথম একাদশে নিয়মিত জায়গা না হওয়ায় দল ছাড়ার কথা ভাবছেন তিনি। গুয়ার্দিওলা জানিয়েছেন, ‘কেরিয়ারের শেষ পর্যায়ে বিদেশে খেলার বিকল্প খুঁজতে চান কাইল। দু’বছর আগে ট্রেবল জয়ের পরেও তিনি এই ইচ্ছা প্রকাশ করেছিলেন। বায়ার্ন মিউনিখ তাঁকে নিতে চেয়েছিল, তবে সেই সময় প্রস্তাবটা মনমত ছিল না। আমাদের এই সাফল্যের পেছনে কাইলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ’। চলতি মরশুমে খুব একটা প্রথম একাদশে সুযোগ পাননি কাইল ওয়াকার।
ম্যাঞ্চেস্টার সিটির হয়ে তিনি এখনও পর্যন্ত মাত্র ১১টি ম্যাচে শুরু করেছেন। এফএ কাপের তৃতীয় রাউন্ডে সলফোর্ড সিটির বিরুদ্ধে দলের ৮-০ ব্যবধানে জয়ের সময়ও তিনি দলে ছিলেন না। তাঁর সর্বশেষ ম্যাচ ছিল ডিসেম্বরে, যেখানে সিটি তাদের ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ১-২ গোলে হেরে যায়। সিটিতে ওয়াকারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ম্যাঞ্চেস্টার সিটির ট্রান্সফার পরিকল্পনায় এই পরিস্থিতি একটি বড় প্রভাব ফেলতে পারেই বলে মনে করছে ফুটবল মহল।
