আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত যাবে না পাকিস্তানে। আইসিসি এই কথা জানিয়েও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। বলা হয়েছে নিরাপত্তার কারণেই ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। এরপরই পাক বোর্ড হুমকি দিতে শুরু করেছে। সূত্রের খবর, ভারত যদি পাকিস্তানে না আসে তাহলে বাবর আজমরা টুর্নামেন্ট থেকে নাম তুলে নিতে পারেন। হাইব্রিড মডেলে পাকিস্তান টুর্নামেন্ট করতে রাজি নয়।
এই পরিস্থিতিতে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন জায়গা খুঁজতে শুরু করেছে আইসিসি। সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দ দক্ষিণ আফ্রিকা। তবে সবটাই রয়েছে প্রাথমিক স্তরে। এটা ঘটনা, হাইব্রিড মডেলে পাকিস্তান রাজি না হলে তবেই টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হবে।
সূত্রের খবর, আইসিসি ভেবে রেখেছে, হাইব্রিড মডেলে খেলা হলে ভারতের খেলাগুলি আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। আর ভারত ফাইনালে উঠলে খেলা হবে দুবাইয়ে।
আর ভারতীয় ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছে, একমাত্র হাইব্রিড মডেল হলেই তারা রাজি। সেক্ষেত্রে ফাইনাল করতে হবে দুবাইয়ে। পাশাপাশি আইসিসি আবার পাক বোর্ডকে এটাও জানিয়ে দিয়েছে, হাইব্রিড মডেলে খেলা হলেও ম্যাচ ফি’র পুরো টাকাই পিসিবি পাবে। এবং বেশিরভাগ ম্যাচ দেওয়া হবে পাকিস্তানে।
এর পাশাপাশি আইসিসি এটাও পিসিবিকে জানিয়েছে, হাইব্রিড মডেল মেনে না নিলে গোটা টুর্নামেন্টই দক্ষিণ আফ্রিকায় করা হবে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। পাক সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে পিসিবি।
